Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
লাবণ্যময় ত্বক

লাবণ্যময় ত্বকের জন্য চা ও মধুর ফেসপ্যাক

Desk | আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৪:২৬
লাবণ্যময় ত্বকের জন্য  চা ও মধুর ফেসপ্যাক

সৌন্দর্য কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠবে একটি লাবণ্যময় হাসিমাখা মুখের প্রতিচ্ছবি।লাবন্যময় ত্বক আমাদেরকে প্রদান করে এক অনন্য ব্যক্তিত্ব। আর তাইতো ত্বকের লাবন্য ধরে রাখতে সদা সচেতন থাকতে হয় আমাদের। কিন্তু সূর্যের ক্ষতিকর রশ্মি, বাতাসের ধূলোবালি, দূষণ প্রভৃতি কারণের প্রায়শই আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলি।এরপরই শুরুহয় বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সমন্বয়ে তৈরি হরেক রকম প্রসাধনির ব্যবহার। কিন্তু এসব প্রসাধনির কোনোটিই কোনো স্থায়ী কোনো সমাধান দিতে পারেনা। তাই আজকে জানবো প্রাকৃতিক সমাধান। আর তা হলো লাবণ্যময় ত্বকের জন্য  চা ও মধুর ফেসপ্যাক।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক লাবণ্যময় ত্বকের জন্য  চা ও মধুর ফেসপ্যাক তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। চায়ের পানি ১/২ কাপ
২। মধু ১/২ টেবিল চামচ
৩। চালের গুড়ো ২ চা চামচ
৪। গোলাপ জল ২ চা চামচ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। ১ টেবিল চামচ সবুজ চা পাতা দিয়ে এক কাপ চা তৈরি করে নিন প্রথমে এবং তারপর সেই চা ঠান্ডা হতে দিন।

২। চা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে মধু ও চালের গুড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন।

৩। এবার এই পেস্ট আপনার মুখের ত্বকে গলায় ঘাড়ে লাগিয়ে নিন।

৪। শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হাতের তালুতে সামান্য গোলাপ জল নিন ও মুখে ম্যাসাজ করতে থাকুন। এভাবে কিছু সময় ম্যাসাজ করুন ও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ মুছে আপনার দৈনন্দিন ব্যবহৃত ময়েশ্চারাইজার লাগান।

সবুজ চা ত্বকে এন্টিঅক্সাইড যোগায় যা ত্বকে ব্রণ,ফুসকুড়ি বা কোন ব্যাক্টেরিয়াল এটাক্ট হতে দেবে না। এটি ত্বক হেলদি করে। ত্বক ফর্সা করে। এছাড়া ত্বকের লাবন্যতা বজায় রাখতে মধু ও গোলাপজলের রয়েছে ব্যাপক গুন।

উপরে