Logo
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ছেলেদের মুখের ব্রণ

ছেলেদের মুখের ব্রণ দূর করতে পেঁপে

Desk | আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪১
ছেলেদের মুখের ব্রণ দূর করতে পেঁপে

মেয়েদের মতো ছেলেরাও ত্বকের যে সমস্যাটিতে বেশি ভুগেন তা হলো ব্রণ। নানা কারণেই ব্রণ হতে পারে। তরুণদের মধ্যে ব্রণের সমস্যা বেশি দেখা যায়। ব্রন থেকে বাঁচার জন্য নানাজন নানাভাবে চেষ্টা করে থাকেন। কিন্তু বেশীরভাগ সময় এর ফলাফল মূন্য হয়। আজকে থাকছে ছেলেদের মুখের ব্রণ দূর করতে পেঁপের ব্যবহার। পেঁপে ব্রণ দূর করার উপাদান হিসেবে চমৎকার। এটি ত্বক থেকে বাড়তি তেল দূর করে এবং মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

আসুন এখন তাহলে জেনে নেওয়া যাক ছেলেদের মুখের ব্রণ দূর করতে পেঁপের প্যাক তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
পেঁপের পাঁচটি ছোট টুকরো

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। পাঁচটি ছোট পেঁপের টুকরো ধুয়ে নিয়ে তা ব;এন্ডারে ব্লেন্ড করুন।
২। পেঁপের এই পেস্ট ব্রণের মধ্যে লাগান।
৩। ৩০ মিনিট এভাবে রাখার পর ধুয়ে ফেলুন।

ব্রণ না কমা পর্যন্ত প্রতিদিন এটি ব্যবহার করুন।এছাড়াও তৈলাক্ত খাবার, ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। সেই সাথে পেট পরিষ্কার রাখা খুবই জরুরি। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে ত্বকে ব্রণ দেখা দেয় তাই নিয়মিত সবুজ শাকসবজি আর টাটকা ফলমূল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে প্রতিকার পাওয়া যায়।

উপরে