চুলের যত্নে হেনা, এগ এবং দই এর প্যাক
আমাদের দেশের আবহাওয়ায় প্রতিদিনই শ্যাম্পু করা উচিত। যাঁরা রোজ বাইরে যান, তাঁদের জন্য এটি অবশ্যই করণীয়। বাইরে বের না হলে ধুলাবালুতে চুল তেমন ময়লা হয় না। তাই সে ক্ষেত্রে এক দিন পরপর চুল পরিষ্কার করলেও কোনো ক্ষতি নেই। তবে চুল ও মাথার ত্বক তৈলাক্ত হলে বাইরে বের না হলেও প্রতিদিনই শ্যাম্পু করা উচিত। তবে আপনি কি জানেন আপনার চুলের যত্নে চাই আরো বেশি কিছু? চুলের যত্নে হেনার গুনের কথা আমাদের সবার জানা তবে এই হেনার সাথে যদি ডিম এবং দই মিশানো যায় তবে আপনার চুল হবে একই সাথে উজ্জ্বল শাইনিং ঘন এবং মজবুত। আর আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চুলের যত্নে হেনা, এগ এবং দই এর প্যাক।
আসুন তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে হেনা, এগ এবং দই এর প্যাক তৈরি পদ্ধতিঃ
যা যা লাগবেঃ
১। হেনা পাউডার (চুলের ঘনত্ব বুঝে)
২। শিকাকাই পাউডার(চুলের ঘনত্ব বুঝে)
৩। দই ২ চামচ
৪। ডিম ১টি
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে সবগুলো উপকরণ একটি কাঁচের বাটিতে নিয়ে সামান্য পানি মিশিয়ে ভালো করে পেস্ট করুন এবং এই অবস্থায় ১রাত রেখে দিন।
২। পরের দিন সকালে মিশ্রণটিকে নিয়ে আঙুলের সাহায্যে প্রতিটি চুলের গোড়ায় যত্ন সহকারে প্রলেপ আকারে লাগিয়ে দিন।
৩। ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা অপেক্ষা করুন। যে কোন হারবাল শ্যাম্পু দিয়ে ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্তত পক্ষে একদিন ব্যবহার করুন দেখবেন এটি প্রোটিন সমৃদ্ধ ফলে এটি হালকা ক্লিনজার হিসেবে কাজ করে, চুলের গ্রোথ ত্বরান্বিত করে এবং সেই সাথে চুলকে চকচকে এবং অনেক বেশি কার্যকর করে তোলে।