Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
চুলের যত্ন

চুলের যত্নে ডিমের কুসুম ও গ্রিন টি মাস্ক

Desk | আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০২
চুলের যত্নে ডিমের কুসুম ও গ্রিন টি মাস্ক

স্বাস্থ্যজ্জ্বল চুল কার না পছন্দ? কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল ক্ষতিগ্রস্ত হয়। সব সময় চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না। এ কারণে মাঝে মধ্যে চুলের যত্ন নেওয়া দরকার। তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে।  তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চুলের যত্নে ডিমের কুসুম ও গ্রিন টি মাস্ক যা আপনার চুলের যত্নে ব্যপক ভুমিকা পালন করবে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক এবার চুলের যত্নে ডিমের কুসুম ও গ্রিন টি মাস্ক তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। ডিমের কুসুম ২টি
২। গ্রিন টি ৪ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ডিমের কুসুম এবং গ্রিণ টি একসাথে মিক্সড করে নিন এবং তা চুলের গোড়ায় এবং পুরো চুলে ভালোভাবে মাখিয়ে নিন।

২। এরপর একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল আটকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

৩। এরপর ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে।

ভালো ফল পেতে সপ্তাহে তিনদিন এই মাস্ক ব্যবহার করা যেতে পারে।প্রোটিনে ভরপুর ডিম, প্রাকৃতিকভাবেই চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। তাছাড়া ডিমে আছে ভিটামিন এ যা চুলের খুশকি দূর করে এবং ভিটামিন বি চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। অন্যদিকে ভিটামিন ডি চুলের বৃদ্ধি নিশ্চিত করে ও ভিটামিন ই মাথার ত্বকে রক্ত চলাচলে সাহায্য করে। আর গ্রিণ টি এর গুনের কথা তো সবার জানাই।

উপরে