Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ত্বকের উজ্জ্বলতা

ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে সবুজ আপেল

Desk | আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:২৭
ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে সবুজ আপেল

জন্মগতভাবে আমরা একেকজন একেকরকম গায়ের রং নিয়ে পৃথিবীতে আসি। কিন্তু ত্বকের সুস্থতা, উজ্জ্বলতা নির্ভর করে আমাদের যত্নের ওপর। সঠিকভাবে যত্ন নিলেই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব। ত্বকের মলিনতা ও ট্যান দূর করার জন্য হয়তো মাসে নিয়ম করে পার্লারে যাচ্ছেন। কিন্তু সেখানকার ব্লিচ ত্বকের পরিচ্ছন্নতা এনে দিলেও ক্ষতি করে লোমকূপ ও ত্বকের উপরিভাগের। কারণ এসব ব্লিচ তৈরি হয় রাসায়নিক উপাদানে। কিন্তু দীর্ঘদিন ত্বকের জেল্লা ধরে রাখতে হলে নির্ভর করা উচিত প্রাকৃতিক উপাদানের ওপর। আর সেই প্রাকৃতিক উপাদান যদি হয় আপনার হাতের কাছের  তাহলে মন্দ হয়না।


আসুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে সবুজ আপেল এর ব্যবহারঃ

যা যা লাগবেঃ
১ টা সবুজ আপেল

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে আপেল ভালো করে ধুয়ে নিন এবং তারপর সেটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২। এবার এটি মুখের ত্বকে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন।

এই সবুজ আপেলের প্যাক সপ্তাহে ২দিন ব্যবহার করুন। সবুজ আপেল শুধু ত্বক উজ্জ্বল করেন না সাথে সাথে মুখের ত্বকে  রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে।

উপরে