Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
কলাপাতা

কলাপাতার ওষধী গুণাবলী

Desk | আপডেট : ৩০ অক্টোবর, ২০১৯ ১৩:২৩
কলাপাতার ওষধী গুণাবলী

শৈশবে অনেকেই খেলার ছলে কলাপাতায় খাবার খেয়েছেন শখ করে। তবে বড় হয়ে নিশ্চয়ই শখ করেও আর কলাপাতায় খাওয়া হয় না। একটা সময় শুধু শখ করেই নয়, বরং গ্রাম-গঞ্জে বড় ধরনের কোনো অনুষ্ঠান হলেই কলাপাতায় খাবার পরিবেশন করাটা ছিল একটা রেওয়াজ।কিন্তু কখনো কি পাতার স্বাস্থ্য উপকারিতা নিয়ে ভেবেছেন? হয়ত না, কলাপাতারও কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে আজকের লেখায় থাকছে সেসব উপকারিতাই।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কলাপাতা স্বাস্থ্যের জন্য কতটা উপকারীঃ

১। শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে কলাপাতার রস খুবই উপকারী। চর্মরোগ, আমাশা, কোষ্ঠকাঠিন্য, রক্তস্বল্পতা এমনকি লিভারের সমস্যায়ও কলাপাতার রস অত্যন্ত কার্যকরী।

২। কলাপাতা খুব সহজেই মাটির সঙ্গে মিশে যায় তাই পরিবেশ দূষণের কোনো আশঙ্কা থাকে না।

৩। কলাপাতায় পলিফেনল নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে। যা গ্রিন টিতেও পাওয়া যায়। কলাপাতায় খাবার খেলে খাবারের সঙ্গে এই পলিফেনল মিশে শরীরে প্রবেশ করে। এই পলিফেনল যুক্ত খাবার খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৪। স্টিলের বা কাচের প্লেট খুব ভালো করে ধোয়ার পরও সাবান বা ডিটারজেন্টের রাসায়নিক কণা প্লেটে লেগে থাকতে পারে। কিন্তু কলাপাতায় খাবার খেলে খাবার থাকে রাসায়নিকমুক্ত।

৫। কলাপাতায় এক ধরনের ভেষজ মোমের প্রলেপ থাকে। যখন গরম খাবার কলাপাতায় পরিবেশন করা হয়, তখন মোমের প্রলেপ গলে গরম খাবারের সঙ্গে মিশে যায়। যা  খাবারে এনে দেয় অন্যরকম স্বাদ।

উপরে