Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
মূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রস

মূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রস

Desk | আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৫:৩৮
মূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রস

অনেক সময় নিয়মিত দুইবেলা দাঁত মাজার পরও মুখে কটু গন্ধ তৈরি হয়ে থাকে। আবার অনেকেই নিজের মুখের দুর্গন্ধ টের পায় না, যা অন্যের জন্য বেশ বিব্রতকর। মূলত দাঁতের সমস্যা এবং দীর্ঘস্থায়ী নানা রোগের কারণেও মুখে দূর্গন্ধ হতে পারে।পুরো বিশ্ব জুড়ে ৮০ মিলিয়ন মানুষ ক্রনিক হ্যালিটোসিস অথবা মুখের দূর্গন্ধের সমস্যায় ভুগে থাকে। খুব সাধারণ এই সমস্যাটিকে সহজ একটি কাজ ও অভ্যাস দিয়ে দূরে রাখা সম্ভব ভাবছেন কিভাবে?
চিন্তা নেই আজকের লেখায় আমরা আপনাদের জানাবো মূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রসের ব্যবহারমূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রসের ব্যবহারমূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রসের ব্যবহার।

আসুন তাহলে জেনে নেওয়া যাক মূখের দুর্গন্ধ দূর করতে পটল পোড়ার রসের ব্যবহারঃ

উপকরণ
১/ পটল পোড়ার রস
২/ মধু
৩/ তিলের তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১/ পটল পোড়ার রস আধা চামচ, মধু আধা চামচ অথবা তিলের তেল আধা চামচ মিশিয়ে মুখে কিছুক্ষণ রেখে ফেলে দিতে হবে।
২/ এই মিশ্রণটি প্রতিদিনই কিছুসময় মুখে রেখে কুলকুচি করলে দুর্গন্ধ চলে যাবে। ভালো ফল পেতে টানা এক মাস এই মিশ্রণটি ব্যবহার করুন।

উপরে