Logo
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
মুখের রুচি ফেরাতে ডেউয়ার ব্যবহার

মুখের রুচি ফেরাতে ডেউয়ার ব্যবহার

Desk | আপডেট : ৪ আগস্ট, ২০২০ ১২:৪৪
মুখের রুচি ফেরাতে ডেউয়ার ব্যবহার

আমাদের দেশে একটি অতি পরিচিত ফল হচ্ছে ডেউয়া । এই ফলটিকে বাংলাদেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় । ফল হিসেবে বেশি পরিচিত না হলে ও এটি একটি ভাল ফল । ডেউয়া কাঁঠালের মতো গুচ্ছফল । বাইরের অংশটি থাকে অসমান । এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ দেখতে এবং পাকলে হলুদ রঙের হয়ে থাকে । ফলের কাঁঠালের মতো ছোট ছোট কোষ থাকে। পাকা ফলের কোষের রং হয় লালচে হলুদ বা লালচে কালো। এই ফল পুরোপুরি গোলাকার হয় না। ফলটির গায়ে উঁচু-নিচু হয়। কাঁচা টক টক স্বাদ। কিন্তু পাকলে সেটা তখন অন্য স্বাদ। সেটা টকও নয়, আবার মিষ্টিও নয়। এই ফলটি অনেক উপকারী। ডেউয়া আমাদের মুখের রুচি ফেরাতে দারুন কার্যকরী। মাঝেমধ্যে অনেকেই এমন সমস্যার কথা বলে থাকে। আমাদের শরীরের নানা সমস্যার কারণে মুখে অরুচি হয়ে থাকে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ডেউয়া ফল মুখের রুচি ফেরায়ঃ

প্রয়োজনীয় উপকরণঃ

১। গোলমরিচের গুড়া এক চা চামচ

২। ডেউয়ার রস দু তিন চামচ

৩।  লবণ পরিমানমত

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে একটা পাত্রে ডেউয়ার রস নিয়ে নিতে হবে । এবার এর সাথে সামান্য লবণ দিতে হবে । এবার এর ভিতর গোলমরিচের গুড়া মিশিয়ে দিতে হবে । এবার এটিকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ।

খাওয়ার নিয়মাবলিঃ

দুপুরবেলা ভাত খাওয়ার আগে এই মিশ্রণটি খেতে হবে । খাওয়ার আগে এই মিশ্রণটি প্রতিনিয়ত খেলে আপনার মুখের রুচি ফিরে আসবে বলে মনে করা যায় ।

অসুস্থতার কারণে মুখে রুচি থাকে না, তাই এটি এক সপ্তাহ খেলেই মুখে রুচি আসবে । তাহলে আর দেরি কেনো আজই মুখের রুচি ফেরাতে ব্যবহার করুন ডেউয়ার রস । তাহলে মুখের রুচি ফেরাতে আজ থেকে ডেউয়ার রস খাওয়া শুরু করুন।

উপরে