কোঁকড়া চুলকে উজ্জল ও নরম করতে গোলাপ ফুলের পেস্ট | 20fours
logo
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৩২
কোঁকড়া চুল
কোঁকড়া চুলকে উজ্জল ও নরম করতে গোলাপ ফুলের পেস্ট
20Fours Desk

কোঁকড়া চুলকে উজ্জল ও নরম করতে গোলাপ ফুলের পেস্ট

 লম্বা, সিল্কি ,সোজা চুলের চাহিদা বেশি থাকলেও, কোঁকড়া চুলের আবেদন সব সময় অন্যরকম। তবে এই কোঁকড়া চুলের সমস্যা সিল্কি চুলের চাইতে একটু বেশী। আর এর জন্যই প্রয়োজন হয় বাড়তি যত্নের। সঠিক যত্নের অভাবে কোঁকড়া চুল আরও শুষ্ক হয়ে যায়। কোঁকড়া চুলে প্রতিদিন কন্ডিশনিং,ময়েশ্চারাইজিং করার প্রয়োজনে  আছে। এই অবাধ্য কোঁকড়া চুলকে বশে রাখতে সপ্তাহে একদিন হেয়ার প্যাক লাগান। ভাবছেন কোঁকড়া চুলকে উজ্জ্বল ও নরম করতে কি প্যাক ব্যবহার করবনে? চিন্তা নেই কোঁকড়া চুল কে নরম উজ্জ্বল করতে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি  গোলাপ ফুলের পেস্ট।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোঁকড়া চুলকে উজ্জল ও নরম করতে  গোলাপ ফুলের পেস্ট   তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ

(১) অ্যালোভেরা জেল
(২) আমন্ড অয়েল
(৩) গোলাপ ফুলের পেস্ট

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) ২ চা চামচ গোলাপ ফুলের পেস্ট, ১/২ কাপ অ্যালোভেরার জেল এবং ১ চাচমচ অলিচ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।

(২) আধা ঘণ্টার পর চুল শ্যাম্পু করে নিন।

ব্যস হয়ে গেলো আপনার ঘরোয়া হেয়ার প্যাকের ব্যবহার। এই প্যাক নিয়মিত আপনার কোঁকড়া চুলে ব্যবহারের ফলে দেখবেন আপনার চুল হয়ে গেছে নরম  ও উজ্জ্বল।