ত্বক সুন্দর রাখতে অনবদ্য কেশরের ব্যবহার | 20fours
logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৪
ত্বক সুন্দর রাখতে অনবদ্য কেশরের ব্যবহার
ত্বক সুন্দর রাখতে অনবদ্য কেশরের ব্যবহার
20Fours Desk

ত্বক সুন্দর রাখতে অনবদ্য কেশরের ব্যবহার

মশলার মধ্যে সবচেয়ে দামী কেশর। কি শুনেই ভয় পেলেন নাকি? ভয় পাবেন না কেননা আপনি আপনার সৌন্দর্য চর্চা করতে পার্লারের যে টাকা খরচ করে থাকেন তার থেকে অনেক কমেই আপনি কেশর ব্যবহার করে স্কিন কে রাখতে পারবেন সুন্দর। কেশর হচ্ছে বেগুনি রঙের ছয় পাঁপড়ি বিশিষ্ট ফুলের পুংকেশর। একটি ফুল থেকে তিনটি পুংকেশর পাওয়া যায় মাত্র। হাতে করে গাছ থেকে ফুল তুলে কেশর আলাদা করতে হয়।  মধ্য হেমন্তের দু’সপ্তাহ সময়। সকালে সূর্য ওঠার সময় ফুল ফোটে, দিনের শেষে মলিন হয়ে যায়। হিসাব বলছে, এক কেজি ফুল থেকে ৭২ গ্রাম তাজা কেশর পাওয়া যায়। যেটা শুকিয়ে ১২ গ্রামে দাঁড়ায়।

চলুন এবার জেনে নেওয়া যাক স্কিন সুন্দর রাখতে কেশরের ব্যবহারঃ

উপকরণঃ
(১) জলে ভেজানো কয়েকটা কেশর

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) কেশর অন্তত তিনঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। আরও বেশী সময় ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো।

(২) এবার ওই জল দিয়ে মুখে ম্যাসাজ করুন ১০ মিনিট। তারপর এটা মুখে আর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

ত্বক সুন্দর রাখতে কেশর যে কতটা উপকারী, সেটা অনেকেই জানেন। যদি সত্যি সুন্দর, স্মুদ ও রেডিয়েন্ট স্কিন চান, তাহলে কেশরের থেকে ভালো উপাদান বোধহয় আর কিছু হতে পারে না। এটা সপ্তাহে দু থেকে তিনদিন করতে পারলে, নিজের স্কিন টোনের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন।