
ঝরঝরে মসৃণ চুলের জন্য আমরা কত কিছুই না করি। নানা রকম প্যাক, তেল, ঘরোয়া টোটকা, কত কি। এগুলো করতে সময়ও ব্যয় হয় প্রচুর। কিন্তু সব সময় যে আমাদের হাতে সময় থাকবে এমন তো কোন কথা নেই। আর সব রকম চুলের যত্নের জন্য অঢেল সময় লাগবে এমনও কোনো কথা নেই। তাই আজকের লেখাতে থাকছে এক টুকরো লেবু ব্যবহার করে কিভাবে আপনি ঝরঝরে মসৃণ চুল পাবেন তারই উপায়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ঝরঝরে মসৃণ চুলের জন্য এক টুকরো লেবু চমৎকার:
উপকরণঃ
(১) এক টুকরো লেবু
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে ১/২ চা চামচ মত লেবু মিশিয়ে নিবেন। ব্যস এই সামান্য কাজেই আর কিছুই না।
(২) এবার ভাল করে চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন এবং ভাল করে পরিস্কার করে নিন।
এবার চুল গুলো শুকিয়ে গেলে লক্ষ্য করে দেখুন আপনার চুল গুলো বেশি ঝরঝরে আর সিল্কি লাগছে। তাহলে দেরি কিসের আজই ঝরঝরে মসৃণ চুলের জন্য এক টুকরো লেবু কে কাজে লাগেন এবং অবশ্যই মনে রাখবেন চুলে খুব বেশি লেবু দেওয়া ঠিক না। এজন্য এই পদ্ধতিতে সপ্তাহে এক থেকে দুইবার এর বেশি চুল ধুবেন না।