বয়সের বলিরেখা কমবে একটি প্যাকেই | 20fours
logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৪
বয়সের বলিরেখা
বয়সের বলিরেখা কমবে একটি প্যাকেই
20Fours Desk

বয়সের বলিরেখা কমবে একটি প্যাকেই

এক কথায়  বয়সের লক্ষণ প্রকাশ করে ত্বকের যে ভাঁজগুলো, তাদেরকেই বলিরেখা বলি আমরা। চামড়াকে টান টান করে ধরে রাখতে সাহায়তা করে কোলাজেন নামক যে প্রোটিন,বয়স বাড়তে থাকলে যা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ফলে ত্বক পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে। চামড়ার যে স্থিতিস্থাপকতা সেটি আসে ইলাস্টিন থেকে এবং সেটি আর্দ্রতা ধরে রাখতেও সহায়তা করে। বয়স বাড়ার প্রতিক্রিয়ায় এই দুটি উপাদান ক্ষয় হয় বা পরিমাণে হ্রাস পায়। এর ফলে ত্বকে দেখা দেয় শুষ্ক ভাব, গড়ে উঠে ভাঁজ- যাকে সাধারণভাবে বলিরেখা বলা হয়ে থাকে। এই বলিরেখা দূর করতে পারবেন আপনি ১টি মাত্র প্যাক ব্যবহার করেই।

চলুন আজকে জেনে নেই বয়সের বলিরেখা কমানোর প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) দুধ এক টেবিল চামচ
(২) মধু এক টেবিল চামচ
(৩) চাল তিন টেবিল চামচ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) প্রথমে চাল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন।
(২) এবার একটি প্যানে পানির মধ্যে চাল ১০ মিনিট সেদ্ধ করুন।
(৩) পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই চুলা থেকে চাল নামিয়ে পানি ঝরিয়ে নিন।
(৪) এবার তিন টেবিল চামচ সেদ্ধ হওয়া চালের পানি একটি বাটিতে নিন।
(৫) এখন এতে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন
(৬) এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ১৫ থেকে ২০ মিনিট পর সেদ্ধ করা চালের পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

 টানা এক সপ্তাহ নিয়মিত এই প্যাক মুখে লাগান। দেখবেন, আপনার চেহারার জৌলুস আগের মতো ফিরে আসবে। টানা এক সপ্তাহ নিয়মিত এই প্যাক মুখে লাগান। দেখবেন, আপনার চেহারার জৌলুস আগের মতো ফিরে আসবে।