গরমে মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে টমেটো অ্যালোভেরা | 20fours
logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০৮
ত্বকের সজীবতা পেতে টমেটো অ্যালোভেরা
গরমে মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে টমেটো অ্যালোভেরা
20Fours Desk

গরমে মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে টমেটো অ্যালোভেরা

প্রতিদিনের সালাদে-সবজি বা মাছে, প্রতিটি খাবারের স্বাদ ও পুষ্টি বাড়াতে টমেটোর ব্যবহার প্রতি ঘরে। আমরা জানি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস টমেটো। এই গরমে ত্বকের সৌন্দর্য রক্ষার দায়িত্বটাও নিশ্চিন্তে দিয়ে রাখা যায় টমোটোর ওপর।  নিয়মিত টমেটো ব্যবহারে ত্বকের তারুণ্য ধরে রাখে, রোদে পোড়া ও ব্রণের দাগ দূর করে, ত্বক রাখে কোমল উজ্জ্বল ও দিপ্তিময়। আর অ্যালোভেরা  সৌন্দর্য ও সুস্বাস্থ্যে  কতটা ভুমিকা রাখে তা আমাদের সবার জানা।  আর তাই আজকের লেখাতে আমরা আপনাদের জানাবো এই গরমে মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে টমেটো অ্যালোভেরা ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গরমে মুহূর্তেই ত্বকের সজীবতা পেতে টমেটো অ্যালোভেরা ব্যবহারঃ

উপকরণঃ
(১) টমেটো
(২) অ্যালোভেরা

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) প্রথমেই ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে। এরপর অর্ধেকটা টমেটো চটকে নিন এবার এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তুলার বল দিয়ে মুখে-গলায় পুরো ত্বকে লাগান।

(২) ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।


ব্যস মুহূর্তেই ত্বকের সজীবতা পেয়ে যাবেন আপনি। তাই আর দেরি কেনো আজই আপনার ত্বককে মুহূর্তের মাঝের সজীবতা দিতে ব্যবহার করুন টমেটো অ্যালোভেরা।