নতুন চুল গজাতে মধুর প্যাক | 20fours
logo
আপডেট : ৫ নভেম্বর, ২০১৮ ০৯:৩৭
নতুন চুল গজাতে মধুর প্যাক
নতুন চুল গজাতে মধুর প্যাক
desk

নতুন চুল গজাতে মধুর প্যাক

কয়েকদিন ধরেই আপনার অতিরিক্ত চুল পরছে। এটা নিয়ে আপনি অনেক চিন্তিত এটা শুধু আপনার আশেপাশের কাউকে বলেই দেখুন আপনি পেয়ে যাবেন অগণিত সমাধান। সহজ সমাধান, অনেক হেয়ার প্যাক, তেল, এটা সেটা কতো কি পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কি এতো সময় আছে? নাকি আপনি চুলের পেছনে এতোটা সময় দিতে পারবেন? আমাদের এই ব্যস্ত সময় চাই ঝটপট ও একটি সমাধান। আর তাই আমরা আপনাদের সুবিধার্থে নিয়ে এসেছি সহজ একটি উপায় আর তা হলো প্রাকৃতিক গুনে ভরপুর মধুর প্যাক।

আসুন এবার তাহলে জেনে নেই নতুন চুল গজাতে  মধুর প্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। মধু
২। অলিভ অয়েল
৩। দারচিনির গুঁড়া

প্রস্তুত প্রণালী ও ব্যবহার পদ্ধতিঃ
১। পরিমানমত অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন।

২। এটি চুলের ফাঁকা জায়গায় লাগান (যেখান থেকে চুল পড়ে গেছে সেখানে)।

৩। ১৫ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

নিয়ম করে টানা একমাস মধুর এই প্যাক নতুন চুল গজাতে সাহায্য করবে। তাহলে আর দেরি কিসের আপনার মাথায় নতুন চুল গজাতে আজই ব্যবহার করুন মধুর এই প্যাক এবং চুল পড়া সমস্যার ও সমাধান করে নিন।