সৌন্দর্যচর্চার একটা গুরুত্বপূর্ণ দিক হলো টোনিং। আপনার ত্বক পরিষ্কার করার পর এর উপর জমে থাকে বাড়তি তেল, কিছু ময়লা এবং পরিষ্কারক উপাদান। যা আপনার ত্বককে আবদ্ধ করে ফেল। এগুলো পরিষ্কার না করলে ত্বকের উজ্জ্বলতা কমে গিয়ে তৈরী হতে পারে ব্ল্যাক হেডস্ এবং আরো অনেক জটিলতা। আর তাই যদি আপনি আপনার ত্বকের যত্নে টোনার ব্যবহার করেন তাহলে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহজেই । আজকাল বাজারে অনেক রকমের টোনার পাবেন তবে তা আপনার ঘরোয়া টোনারের মত হবে না কেননা বাজারের জিনিসের উপর ভরসা খুব কমই পাওয়া যায় আজকের লেখাতে থাকছে আপনার জন্য তাই সৌন্দর্যচর্চাতে ঘরোয়া হারবাল টোনার।
আসুন তাহলে এবার জেনে নেই ঘরোয়া হারবাল টোনার টি তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। গোলাপজল
২। গ্লিসারিন
৩। ফিটকিরি
তৈরি এবং ব্যবহার পদ্ধতিঃ
১। চার চা চামচ গোলাপজল, এক চা চামচের তিনভাগের এক ভাগ ফিটকিরি এবং ১০০ গ্রাম গ্লিসারিন একসাথে মিশিয়ে তৈরী করুন টোনার। এটি স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য খুবই উপযোগী।
এই টোনার আপনি চাইলে রোজ দিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন। এখন থেকে আর বাজারের টোনার ব্যবহার না করে বাসায় বানানো হারবাল টোনার ব্যবহার করুন এতে করে আপনার টাকা ও বাচবে সেই সাথে পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তা ও থাকবেনা।