ব্রণ থেকে মুক্তি পেতে কাঁচা হলুদের ফেস-প্যাক | 20fours
logo
আপডেট : ৬ নভেম্বর, ২০১৮ ১১:৪৫
ব্রণ থেকে মুক্তি
ব্রণ থেকে মুক্তি পেতে কাঁচা হলুদের ফেস-প্যাক
desk

ব্রণ থেকে মুক্তি পেতে কাঁচা হলুদের ফেস-প্যাক

ব্রণ  আমাদের কাছে চরম বিরক্তকর একটা জিনিস। আর ব্রণ থাকলে চেহারা যেমন তার সৌন্দর্য হারিয়ে ফেলে ঠিক তেমনি নিজের আত্ন বিশ্বাস ও হারিয়ে যায়। তাহলে উপায় কি? চিন্তা নেই আজ আমরা আপনাদের জন্য তাই নিয়ে এসেছি কাঁচা হলুদের একটি বিশেষ প্যাক। রূপচর্চাতে কাঁচা হলু ব্যবহার হয়ে আসছে সেই আদি যুগ থেকে যা এখন অন্দি বহাল আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য ব্রণ থেকে মুক্তি পেতে কাঁচা হলুদের ফেস-প্যাক।

আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ব্রণ থেকে মুক্তি পেতে কাঁচা হলুদের ফেস-প্যাকটি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ

১। কাঁচা হলুদের গুঁড়ো
২। চন্দন কাঠের গুঁড়ো
৩। গোলাপ জল।

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ

১। ১ টেবিল চামচ কাঁচা হলুদের গুঁড়ো ও ১ টেবিল চামচ চন্দন কাঠের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন।
২। ফেস-প্যাক টি ভালো করে ত্বকে লাগিয়ে নিন এবং ২০ মিনিট রাখুন।২০ মিনিট পর প্যাক টি তুলে ফেলুন এবং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


সপ্তাহে ২দিন এই ফেস-প্যাক টি ব্যবহার করুন এবং এভাবে ১ মাস ব্যবহার করলে দেখবেন আপনার ব্রন তো যাবেই সেই সাথে আপনার ব্রণের দাগ দূর করবে এই প্যাক।