ঘাড়ে বলিরেখা প্রতিরোধ করুন প্রাকৃতিক প্যাকে | 20fours
logo
আপডেট : ৭ নভেম্বর, ২০১৮ ০১:০০
ঘাড়ে বলিরেখা
ঘাড়ে বলিরেখা প্রতিরোধ করুন প্রাকৃতিক প্যাকে
Desk

ঘাড়ে বলিরেখা প্রতিরোধ করুন প্রাকৃতিক প্যাকে

রূপচর্চা হোক আর যাই হোক না কেনো সবসময় প্রাকৃতিক জিনিস কে প্রাধান্য দেয়া উচিত। কেননা বাজারের জিনিস এর ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে কিন্তু প্রাকৃতিক জিনিসে তা থাকেনা। ঘাড়ের ত্বকে  সূক্ষ্ম বলিরেখা দেখা গেলে সেটা মুলত ঘাড়ের বলিরেখা হয়ে থাকে। রেখাটি যদি দিন দিন প্রকট হতে থাকে তবে এটি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। এই সূক্ষ্ম রেখা মূলত রিংকেল। প্রথমে হালকা করে ত্বকে দেখা দিলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রকট হওয়া শুরু করে। শুরুতে এটিকে গুরুত্ব দেওয়া না হলে পরবর্তিতে এটি ত্বকে স্থায়ী হয়ে যায়। তাই রিংকেল বা বলিরেখা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এটি প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত।  আমরা যদিও অনেক সময় অবহেলা করি এই ব্যপার গুলো কিন্তু মুলত তা উচিত না একদমি। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য ঘাড়ে বলিরেখা প্রতিরোধ করার একটি  প্রাকৃতিক প্যাক।

আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঘাড়ে বলিরেখা প্রতিরোধ করার একটি  প্রাকৃতিক প্যাক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। কাঠবাদাম গুঁড়ো
২। দুধ

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতি:
১। ৪-৫ টি কাঠবাদাম গুঁড়ো করে নিন। এর সাথে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখ এবং ঘাড়ে পাতলা করে লাগান।

২। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শুকিয়ে গেলে স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

নিয়মিত এই স্ক্র্যাব এক মাস ব্যবহার করুন দেখবেন এক মাসের মধ্যে  রিংকেল হালকা হয়ে যাবে।