প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর আর মানুষ হলো সবচেয়ে সুন্দর সৃষ্টি। কিন্তু তবুও আমাদের মাঝে কতই না আক্ষেপ নিজেদের অবয়ব নিয়ে, নিজের গায়ের রঙ নিয়ে। কিন্তু আমাদের গায়ের রঙ আমরা চাইলে কিন্তু নিজেরাই করে তুলতে পারি উজ্জ্বল ও দীপ্তিময়। ত্বকের রং ফর্সা হোক কে না চায় তাই আজকের লেখাতে থাকছে শসা ও টম্যাটোর ফেস প্যাক তা আপনাকে আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বলতা ।
আসুন তাহলে এবার জেনে নেই ফর্সা ত্বকের জন্য শসা ও টম্যাটোর ফেস প্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। টম্যাটো
২। শসা
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে শসার খোসা ছাড়িয়ে, শসা ও টম্যাটোর পেস্ট তৈরি করে নিন।তারপর সেটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন এক থেকে দু মিনিট।
২। তারপর সেটি ১৫ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। এবং সুতি কাপড় দিয়ে মুছে নিবেন।
আপনার উজ্জলতা সবসময় ধরে রাখতে এই প্যাক ব্যবহার করুন সপ্তাহে ১ দিন করে।