রক্তপাত বন্ধ করতে কফি পাউডার | 20fours
logo
আপডেট : ৭ নভেম্বর, ২০১৮ ১১:২১
রক্তপাত বন্ধ করতে কফি পাউডার
রক্তপাত বন্ধ করতে কফি পাউডার
desk

রক্তপাত বন্ধ করতে কফি পাউডার

অনেক সময় ছোটখাট দুর্ঘটনায় বা  আঘাতে শরীরে কেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত হয়ে থাকে। শরীর থেকে রক্তপাত হতে থাকা একটি মারাত্মক অবস্থা। দ্রুত রক্তপাত বন্ধ সবসময়েই জরুরী। আবার রান্নাঘরেও অনেকসময় মাছ কিংবা সবজি কাটতে গিয়ে হাত কেটে যায়। এধরণের পরিস্থিতিতে দ্রুত রক্তপাত বন্ধের প্রয়োজন পড়ে। তখন ঘরে থাকা উপাদান কফি পাউডার ব্যবহার করে রক্তপাত বন্ধ করতে পারেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক রক্তপাত বন্ধ করতে কফি পাউডার এর ব্যবহারঃ

উপকরণঃ
কফি পাউডার

ব্যবহার পদ্ধতিঃ
কফির গুঁড়ো রক্তপাত বন্ধ করতে বেশ কার্যকর। যে স্থানে রক্ত পড়ছে সেখানে খানিকটা কফির গুঁড়ো ছিটিয়ে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে গেছে।

এছাড়াও আপনার ঘরে যদি কফি পাউডার না থাকে তাহলে কাটা স্থানে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো লাগিয়ে নিন। দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে।