আমরা সবসময় রূপচর্চা বলতে মুখের ত্বকের যত্ন কেই বুঝে থাকি। তাই বেশির ভাগ সময় দেখা যায় মুখের রঙ ফর্সা করতে আমরা কতকিছুই ব্যবহার করছি এবং তা সাফল্য ও হয় কিন্তু আপনার মুখ টা যদি হয় ফর্সা আর আপনার গায়ের রঙ যদি হয় অন্য তাহলে কটু লাগারই কথা। তাহলে উপায় কি নামী দামী ব্যান্ডের বডি লোশন? না আপনি চাইলে একটি সহজ আপনার পছন্দের ফল তেঁতুল দিয়েই তৈরি করে নিতে পারেন বডি স্ক্র্যাব। শুনতে অবাল লাগলেও এটা সত্য। আপনাদের জন্য আজকের লেখাতে তাই আমরা নিয়ে এসেছি তেঁতুলের বডি স্ক্র্যাব তৈরি প্রনালী।
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক তেঁতুলের বডি স্ক্র্যাব তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগেবঃ
১। তেঁতুলের রস
২। ব্রাউন সুগার
৩। লেবুর রস
৪। বেকিং সোডা
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
পরিমানমত তেঁতুলের রস, বেকিং সোডা, লেবুর রস এবং ব্রাউন সুগার একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এই স্ক্রাবটি সারা শরীরে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে মুছে নিন। এটি সপ্তাহে একবার করুন।
প্রতি সপ্তাহে একবার এবং এভাবে টানা ২ মাস ব্যবহার করলে আপনার বডির ত্বক আপনার মুখের ত্বকের সাথে হবে মানান সই। আর আপনি চাইলে সবসময় আপনার বডির ত্বক ভালো এবং ব্রাইট রাখতে সপ্তাহে একবার এই বডি স্ক্র্যাব চালিইয়ে যেতে পারেন।