ঘন কালো চুল প্রতিটা নারীর কাম্য কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যেমনটা চান আপনার চুল কে রাখতে তা হয়ে উঠে না। ধুলাবালি অযত্নে আপনার চুল হয়ে যায় রুক্ষ। আর রুক্ষ চুলে যেনো কোনো ফ্যাশনই মানায় না। রুক্ষ চুলের জন্য তাই আজকের লেখাতে থাকছে সহজ কিছু উপায় যা আপনার চুলের রুক্ষতা দুর করবে ।
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক চুলের রুক্ষতা দুর করার সহজ কিছু উপায়:
১। একটি অ্যাভোকাডো পেস্ট করে ডিমের সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে।
২। সামান্য মাখন হাতের তালুতে নিয়ে শুকনা চুলে ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন মাথা। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের বিবর্ণ ভাব দূর হয়ে ঝলমলে হবে চুল।
৩। আধা কাপ অলিভ অয়েল চুলে ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন। ৪৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। চুলে ফিরে আসবে হারানো জৌলুস।
৪। ১ চা চামচ আপেল সিডার ভিনেগার, ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ৩টি ডিমের সাদা অংশ একসঙ্গে মেশান। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপে চুল ঢেকে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এছাড়াও শ্যাম্পু ব্যবহার করার ভালো করে চুল ধুয়ে নিন পানি দিয়ে। তারপর চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে উজ্জ্বল ও ঝলমলে। সহজ এই পদ্ধতি গুলো এক মাস নিয়মিত অনুসরণ করলেই দেখবেন আপনার চুল আর রুক্ষ থাকবে না হয়ে যাবে ঝলমলে সুন্দর।