আমাদের ত্বকের প্রায়ই একটি কমন থাকে যেমন ত্বক অনেক তৈলাক্ত ! আর যাই হোক, তৈলাক্ত হবে কেন ?? মুলত ত্বক বাহিরের পরিবেশ থেকে আমাদের রক্ষা করে । আমাদের রক্ষা করতে গিয়ে ত্বকের অনেক ধকল সহ্য করতে হয়, ফলে ত্বক হয়ে যায় দুর্বল । নানান কারণে ত্বক দুর্বল হয়ে পরে এবং ত্বকের সমস্যা দেখা দেয় । তৈলাক্ততা ত্বকের একটি অত্যন্ত কমন সমস্যা যাহা ত্বকের সঠিক ভাবে পরিস্কারের অভাবে হয়ে থাকে । আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য তৈলাক্ততা দূর করতে শসার রস এর ব্যবহার।
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ততা দূর করতে শসার রস এর ব্যবহারঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। শসা
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি টাটকা ছিলে নিন এবং শসাটি কেটে নিন। এবং তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করুন অথবা শসা চিপে তার রস বের করে নিন।
২। এবার এটি প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার কনে নিন। এবং হালকা হাতে ম্যাসেজ করুন। এবং ঠান্ডা পানি দ্বারা মুখ ধুয়ে ফেলুন।
চেস্টা করুন প্রতিদিন এই শসার রস ব্যবহার করতে আর যদি প্রতিদিন না করতে পারেন তাহলে সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন এছাড়া অবশ্যই ত্বকে সপ্তাহে অন্তত একদিন ত্বকের উপযোগী কোনো স্ক্রাব ব্যবহার করুন।