চুলের যত্নে জবাফুল ও সর্ষের তেলের প্যাক | 20fours
logo
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ০৮:৪০
চুলের যত্নে জবাফুল ও সর্ষের তেলের প্যাক
চুলের যত্নে জবাফুল ও সর্ষের তেলের প্যাক
Desk

চুলের যত্নে জবাফুল ও সর্ষের তেলের প্যাক

আমরা মুখের ত্বকের যত্ন যেভাবে করি সেভাবে চুলের যত্ন করিনা আমরা ভুলেই যাই চুলের যত্ন সঠিক ভাবে না করলে চুল নষ্ট হয়ে যায় যার ফলে চুলে দেখা যায় খুশকি চুল ঝড়ে পড়া আরো কত সমস্যা। আজকের লেখাতে জানবো জবাফুল ও  সর্ষের তেলের প্যাক। জবাফুল চুলকে সিল্কি করে এবং সরষে তেলের গুনের কথা আমাদের সবার জানা।

আসুন এবার তাহলে জেনে নেই চুলের যত্নে জবাফুল ও  সর্ষের তেলের প্যাক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ

১। জবাফুল
২।  সর্ষের তেল
৩। রেগুলার শ্যাম্পু

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ

কয়েকটা জবাফুল নিয়ে থেঁতো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে চুল ও চুলের গোড়ায় স্কাল্পে ভালো করে মাখান।

এক বা দেড়ঘণ্টা মতো রেখে হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।