নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে এখন অনেকেই চুলে বিভিন্ন রং করেন। একেক জন চুলে একেক কালার করে থাকেন কেউ কালো কেউ লাল কেউ ব্রাউন আরো কত রঙ আর এই কালার করতে মুলত ছুটে যায় পার্লারে এবং গাদা গাদা টাকা খরচ করে চুলে কালার করে থাকে যা মুলত মেডিসিন কেমিক্যালে ভরা থাকে। কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই চুলে কালচে লাল রং করে নিতে পারেন? হয়তো ভাবছেন কিভাবে করবেন? চিন্তা নেই আপনাদের জন্যই আমাদের লেখাতে থাকছে চুলে কালচে লাল রং করতে একটি প্রাকৃতিক উপাদানের ব্যবহার।
আসুন এবার তাহলে জেনে নেই চুলে কালচে লাল রং করতে একটি প্রাকৃতিক উপাদানের ব্যবহারঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। আখরোট
২। পানি
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে দুই টেবিল চামচ গুঁড়ো করা আখরোট চার কাপ পানির মধ্যে গরম করুন এবং তারপর তৈরিকৃত উপাদান টি সারা রাত রেখে দিন।
২। সকালে শ্যাম্পু করে এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ১৫ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এবার দেখুন এই পদ্ধতি অনুসরন করেই আপনি পেয়ে গেছেন আপনার কাঙ্ক্ষিত চুলে কালচে লাল রং এভাবে ব্যবহার করুন পদ্ধতি সপ্তাহে ৫ দিন দেখবেন চুল তার রঙ পেয়ে গেছে।