ত্বক উজ্জ্বল করবে ফলের প্যাক | 20fours
logo
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ২১:৫৮
ত্বক উজ্জ্বল করবে ফলের প্যাক
ত্বক উজ্জ্বল করবে ফলের প্যাক
Desk

ত্বক উজ্জ্বল করবে ফলের প্যাক

অনেকেই জানেন না যে মানানসই সাজসজ্জায় অন্যদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় দেখায় শ্যামলা মেয়েদের।যাদের গায়ের রং একটু শ্যাম বর্ণের বা বেশ কালো প্রতিদিন নিয়ম করে ঘরোয়া পদ্ধতিতে যদি ত্বকের যত্ন নেন তা হলে কিন্তু ১-২ মাসের মধ্যে আপনার ত্বকের রঙের উজ্জ্বলতা যেমন বাড়বে তেমনই জেল্লা দেবে। ভাবছেন এমন ত্বক পেতে আপনার গাদা গাদা টাকা খরচ করতে হবে? না এমন টা একদমি না আপনি আপনার বাসায় থাকা ফল দিয়ে তৈরি করে নিতে পারবেন প্যাক যা আপনার চাপা রঙ উজ্জ্বল করবে খুব সহজেই।

আসুন এবার তাহলে জেনে নেই চাপা রঙ উজ্জ্বল করতে ফলের প্যাকটি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। আপেল
২। কমলালেবু
৩। আঙুর

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। আগে ১ টুকরো আপেল বেটে নিন। এরপরে ৪-৫টি কমলালেবুর কোয়া এবং ৭-৮টি আঙুরের রসের সঙ্গে বেটে রাখা আপেল দিয়ে একটি প্যাক বানিয়ে নিন।

২। ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

এই ফলের প্যাকটা টানা সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন টানা ২ মাস দেখবেন আপনার উজ্জ্বলতা বাড়বে।