জেনে নিন রূপচর্চায় ক্র্যানবেরীর গুনাগুন | 20fours
logo
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ২২:০৪
রূপচর্চায় ক্র্যানবেরীর গুনাগুন
জেনে নিন রূপচর্চায় ক্র্যানবেরীর গুনাগুন
Desk

জেনে নিন রূপচর্চায় ক্র্যানবেরীর গুনাগুন

ক্র্যানবেরি লাল ছোট বলের মতো দেখেতে একপ্রকার ফল। বাংলাদেশে সচরাচর না পাওয়া গেলেও সারাবিশ্ব জুড়েই ক্র্যানবেরি ফল বেশ জনপ্রিয়। ক্র্যানবেরি ফলের রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। অন্যান্য ফলের তুলনায় ক্র্যানবেরিতে অনেক বেশি পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। অ্যান্টি-অক্সিডেন্ট দেহের দীর্ঘায়ুর জন্য কাজ করে। এছাড়াও সুস্থ ও স্বাস্থ্যবান থাকার জন্য অ্যান্টি-অক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ উপাদান।ক্র্যানবেরীর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারীতা কিন্তু এই সব স্বাস্থ্যকর দিক গুলি বাদেও ক্র্যানবেরী ত্বক এর জন্য খুবই উপকারী। আজকে লেখাতে থাকছে আপনাদের জন্য রূপচর্চায় ক্র্যানবেরীর গুনাগুন।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক রূপচর্চায় ক্র্যানবেরীর গুনাগুন গুলোঃ

১। ব্রণ প্রতিরোধ করতে যেভাবে ব্যবহার করবেনঃ
ব্রন ও ছোপ দূর প্রতিরোধে ক্রানবেরী অনেক কার্যকারী। জীবানু ও প্রদাহ প্রতিরধক উপাদান থাকায় ক্র্যানবেরী ব্রন ও ত্বকে হওয়া ছোপের সমস্যা দূর করে। এতে প্রচুর পরিমানে ভিটামিন C ও থাকে যা ত্বকের ছোপ হাল্কা করতে সাহায্য করে।
কিছুটা ক্র্যানবেরী জুস নিন। তুলোয় করে নিয়ে ব্রন ও দাগছোপের ওপর সরাসরি লাগান। শুকোতে দিন তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২। পিগমেন্টেশন দূর করতে যেভাবে ব্যবহার করবেনঃ
কিছু পরিমাণ ক্র্যানবেরী জুস আটার সঙ্গে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে গোল গোল করে আঙ্গুল দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন। দেখবেন  ক্র্যানবেরীতে বেশি পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারনে এটি আপনার  ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে।

৩। উজ্জলতা বৃদ্ধিতে  যেভাবে ব্যবহার করবেনঃ
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ক্র্যানবেরীতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে।  দইয়ের সঙ্গে কিছুটা ক্র্যানবেরী জুস মিশিয়ে নিন। কয়েক মিনিট ম্যাসাজ করুন। ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের তারুন্য ফিরে পাবেন।

৪। ত্বকের কোষ ছিদ্র বন্ধ করতে যেভাবে ব্যবহার করবেনঃ
ক্র্যানবেরীতে প্রাকৃতিক অ্যাসিড থাকে যা ত্বকের কোষ ছিদ্রগুলিকে বন্ধ হতে দেয় না এবং ব্রনের সম্ভাবনা কমায়। কিছুটা ক্র্যানবেরী জুস নিয়ে তুলোয় মাখিয়ে নিন। সারা মুখে লাগিয়ে খানিকক্ষণ রাখুন। ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটা মূলত তৈলাক্ত ত্বকের জন্য। তাই যাদের তৈলাক্ত ত্বক তারা আজ থেকেই ত্বকের কোষ ছিদ্র বন্ধ করতে ক্র্যানবেরী জুস ব্যবহার করুন।

তাহলে এখন জেনে গেলেন তো শুধু স্বাস্থ্য উপকারীতাই নয় আপনার রূপচর্চাতেও রয়েছে এর ব্যপক ব্যবহার তাহলে আর দেরি না করে ব্যবহার শুরু করুন এবং সুন্দর থাকুন সবসময়।