হোয়াইট হেডস দূর করুন বাদামের তেলে | 20fours
logo
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ২২:০৯
হোয়াইট হেডস দূর করুন বাদামের তেলে
হোয়াইট হেডস দূর করুন বাদামের তেলে

হোয়াইট হেডস দূর করুন বাদামের তেলে

ত্বকের নানান রকম সমস্যার মাঝে হোয়াইট হেডস  একটি।  লোমকূপে তেল, ব্যাকটেরিয়া ও মৃত কোষ বন্ধ হওয়ার ফলে হোয়াইট হেড দেখা দেয় এবং এটি সাধারনত নাকে এবং ঠোঁটের চারপাশে হোয়াইট হেডস দেখা দেয়। কিন্তু আপনি কি জানেন আপনি যদি হোয়াই হেডস সমস্যার দ্রুত চিকিৎসা না করে ন এটি আপনার মেছতা তুলতে পারে? হয়তো জানেন না আর তাই আজকের লেখাতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট হেডস দূর করুন বাদামের তেলের ব্যবহার।

আসুন এবার তাহলে জেনে নেই হোয়াইট হেডস দূর করুন বাদামের তেলের ব্যবহারঃ

তৈরিতে যা যা লাগবেঃ

১। বাদাম তেল
২। ডিম
৩। মধু
৪। টকদই

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ

আধা চা চামচ বাদাম তেল, এক টেবিল চামচ টকদই, একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামচ কুসুম গরম মধু একসাথে মিশিয়ে নিন। এবং এই প্যাক টি আলতো হাতে ত্বকের উপর সুন্দর করে লাগিয়ে নিন। এবং এভাবে ৩০মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।

এভাবে ব্যবহার করুন সপ্তাহে ৪ দিন দেখবেন আপনার হোয়াইট হেডস সমস্যা গায়েব হয়ে যাবে দেরি নয় তাই আজই এর ব্যবহার শুরু করে দিন ।