নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে এখন অনেকেই চুলে বিভিন্ন রং করেন। ছোটবড়, সোজা বা কোঁকড়া সব ধরনের চুলের জন্যই রয়েছে রঙিন সমাধান। সুন্দর চুলের স্টাইল অন্য সবার থেকে আলাদা করে তোলে। তবে সঠিক রং বাছাই করাটা খুবই গুরুত্বপূর্ণ।আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চুলে গাঢ় বাদামী রঙ করার সহজ ঘরোয়া পদ্ধতি।
আসুন তাহলে এবার জেনে নেই ঘরোয়া উপায়ে চুলে গাঢ় বাদামী রঙ করার পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। লবঙ্গ দানা
২। দারুচিনি
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে এক চা চামচ দারুচিনি ও এক চা চামচ লবঙ্গ একসঙ্গে চুলায় পানির মধ্যে গরম করুন। গ্যাসের আঁচ কমিয়ে রাখুন এবং এভাবে এক ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।
২। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ২০ মিনিট পর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে নিন।
এভাবে সপ্তাহে ব্যবহার করুন ৫ দিন দেখবেন আপনার চুলের রঙ হয়ে যাবে গাঢ় বাদামী রঙ । তাহলে আর দেরি কেনো আজই আপনার চুলে ঘরোয়া উপায়ে গাঢ় বাদামী রঙ করে নিন।