নিখুঁত উজ্জ্বল ত্বক সবার কাঙ্ক্ষিত। নিখুঁত ত্বক পাওয়ার জন্য কত কিছুই না করা হয়। কিনতে হয় নামি দামি ক্রিম, যেতে হয় পার্লারে, আরও কত কি। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয়? অনেক সময় অতিরিক্ত রাসায়নিক পণ্য ব্যবহারে উল্টো ত্বকের ক্ষতিসাধন হয়ে থাকে। তাই আমাদের উচিত প্রাকৃতিক উপাদান গুলো ব্যবহার করা। আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে তাই সৌন্দর্য চর্চাতে গ্রিন টি এবং চিনির প্যাক যা ব্যবহারে আপনার সৌন্দর্য থাকবে উটুট।
আসুন তাহলে এবার জেনে নেই সৌন্দর্য চর্চাতে গ্রিন টি এবং চিনির প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। ২/৩ চামচ চিনি
২। ৪/৫ চামচ গ্রিন টি
৩। মধু/ এসেনশিয়াল অয়েল
প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। চার পাঁচ টেবিল চামচ গ্রিন টি দুই-তিন চা চামচ চিনি একসাথে মেশান। এবং এই প্যাকটি ঘন করার জন্য মধু বা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
২। এরপর এই প্যাক্টি মুখে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে হাতের কনুই, পা, মুখে যে কোন জায়গায় স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। এটি খুব ভাল প্রাকৃতিক বডি স্ক্রাব হিসেবে কাজ করে।
এই প্যাক টি আপনার শুষ্ক এবং স্বাভাবিক ত্বকের জন্য উপযোগী। তাই সপ্তাহে কমপক্ষে ৩ দিন এই প্যাক ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক হবে নিখুঁত এবং সুন্দর।