খুশকি সমস্যা প্রতিকারে কাবলি ছোলা ও টক দই | 20fours
logo
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮ ০৯:০৭
খুশকি সমস্যা প্রতিকার
খুশকি সমস্যা প্রতিকারে কাবলি ছোলা ও টক দই
Desk

খুশকি সমস্যা প্রতিকারে কাবলি ছোলা ও টক দই

খুশকি সমস্যা একটি বিরক্তিকর সমস্যা। মুলত অপরিষ্কার এর কারণে এবং ধুলাবালির কারণে খুশকি হয়ে থাকে। খুশকি প্রতিকারে আমরা নামী দামী ব্যান্ডের শ্যাম্পুকে প্রাধান্য দিয়ে থাকি যা অনেক টাকার ব্যাপার কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে ঘরে বসেই আপনার ঘরে থাকা উপাদান দ্বারা এই সমস্যার সমাধান করে নিতে পারেন। ভাবেছেন কিভাবে করবেন? চিন্তা নেই আপনাদের জন্য থাকছে আজকের লেখাতে খুশকি সমস্যা প্রতিকারে কাবলি ছোলা ও  টক দই প্যাক।

আসুন এবার তাহলে জেনে নেই  খুশকি সমস্যা প্রতিকারে কাবলি ছোলা ও  টক দই এর প্যাকঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। কাবলি ছোলা
২। টক দই
৩। পানি

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১।  প্রথমে পরিমানমত কাবলি ছোলা ভিজিয়ে রাখুন ঘন্টা দুয়েক এবং তারপর ভিজানো ছোলা বেটে নিন।
২। কাবলি ছোলা বাটার সাথে পরিমানমত টক দই এবং পানি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।
৩।  তৈরি কৃত প্যাক টি চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট রেখে দিন। তারপর রেখে হালকা গরম জলে চুল ধুয়ে নিন।

এই প্যাকটি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন দেখবেন আপনার খুশকি সমস্যা আর থাকবেনা।