বর্তমান সময়ে ওয়াক্স করা সৌন্দর্য বৃদ্ধির একটি অংশ তাই অনেকেই হাত পায়ের ওয়াক্স করে থাকেন পার্লারে গিয়ে আবার অনেকেই বাজার হতে ওয়াক্স এর নানান রকম ক্রিম কিনে ব্যবহার করে যা মুলত ত্বকের জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায় বাজারে বিভিন্ন ব্রান্ডের ওয়াক্সিং ক্রিম, স্ট্রিপ বা ওয়াক্স আছে, যা সব সময় আপনার কোমল ত্বকের নিরাপত্তা দিতে পারে না। যেহেতু এটি সরাসরি আপনার স্কিনকে স্পর্শ করবে তাই মানসম্মত হওয়া খুবই জরুরী। বাজার থেকে কেনা ওয়াক্স ব্যবহার করলে ত্বকে অনেক সময় কালো ছোপ বা ফুসকুড়ি দেখতে পাওয়া যায়। তাই আমাদের উচিত আমাদের ত্বকের ব্যাপারে সতর্ক থাকা এবং প্রাকৃতিক উপাদান কে প্রাধান্য দেয়া আর তাই আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে প্রাকৃতিক উপায়ে ওয়াক্স করার উপায়। আসুন এবার তাহলে জেনে নেই কিভাবে প্রাকৃতিক উপায়ে ওয়াক্স করে নিবো ঘরে বসেই।
তৈরিতে যা যা লাগবেঃ
১। বিট রুট জুস হাফ কাপ ( যদি থাকে )
২। লেবুর রস এক কাপ
৩। দুইবাটি চিনি ( ছোট বাটি)
৪। অ্যালোভেরা জেল( পরিমানমত)
৫। ওয়াক্সিং টিসু
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১।প্রথমে একটি বড় বাটিতে চিনি, বিট রুট জুস, মেশান।এবার লেবুর রস মিশিয়ে ভালো করে মিশ্রণটি বানিয়ে নিন।
২। এবার মোটামুটি একটি আঁচে মিশ্রণটি গরম করুন।খেয়াল রাখবেন যেন মিশ্রণটি লেগে না যায় বাটির সাথে। এবং হালকা সোনালী রঙের হলেই নামিয়ে নিন।
৩। মিশ্রণটি রেডি কিনা দেখার জন্য একটি বাটিতে ঠাণ্ডা জল নিয়ে তাতে এক চামচ মিশ্রণটি ঢেলে দিয়ে দেখুন জলের সাথে মিশে যাচ্ছে কিনা।যদি না মিশে যায় তাহলে আপনার ওয়াক্স করার প্যাক রেডি। ভিডিও দেখে নিন বিষয়টি ভালো বুঝতে পারবেন।
৪। মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন। হালকা গরম যা স্কিন নিতে পারবে এমন অবস্থায় ব্যবহার করবেন। যেন স্কিন পুড়ে না যায়।এবার আপনার শরীরের যেখানে অবাঞ্ছিত লোম আছে তাতে লাগিয়ে নিয়ে ওয়াক্সিং টিসু দিয়ে ৫ থেকে ৬ সেকেন্ড ভালো করে মিশিয়ে নিন। এক মিনিট পর তুলে নিন।
এভাবে কয়েকবার করলেই দেখবেন করলেই লোম উঠে যাবে এবং লোম উঠে যাওয়ার পরে ভালো করে মুছে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। ব্যস হয়ে গেলো আপনার ঘরোয়া ওয়াক্স।