ঠোঁটের বলিরেখা দূর হবে মশলা ব্যবহারে | 20fours
logo
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮ ১২:০৯
ঠোঁটের বলিরেখা
ঠোঁটের বলিরেখা দূর হবে মশলা ব্যবহারে
desk

ঠোঁটের বলিরেখা দূর হবে মশলা ব্যবহারে

ঠোঁট নারীর সৌন্দর্যের আকর্ষণীয় একটি অংশ। সেই ঠোঁটে যদি বলিরেখা দেখা দেয় তা নিতান্তই কষ্টকর একটি ব্যাপার। মুলত সাধারণত বয়স বাড়ার অন্যতম লক্ষণ হলো ঠোঁট ও ঠোঁটের চারপাশে বলিরেখা পড়া। আর এই বলিরেখার কারনে অনেক সময় দেখা যায় আমাদের কনফিডেন্স লেভেল ও কমে যায়। অনেক সময় এই বলিরেখার কারনে আপনাকে বয়ষ্কদের মতো লাগে। আপনার ত্বকে যখন বলিরেখার ছাপ পড়ে আপনি তখন দূর করার জন্য হয়তো অনেক কিছুই করে থাকেন। আপনাকে অতসব ঝামেলা তে আর পড়তে হবে না আমাদের আজকের লেখাতে তাই আপনাদের জন্য তাই থাকছে ঠোঁটের বলিরেখা দূর করার জন্য মশলার ব্যবহার যা আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন।

আসুন তাহলে এবার জেনে নেই ঠোঁটের বলিরেখা দূর করার জন্য মশলার ব্যবহারঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১।  দারুচিনির গুঁড়া
২। পানি

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে পরিমানমত  দারুচিনির গুঁড়া ও পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং পেস্ট তৈরি হয়ে গেলে আলতো হাতে আপনার ঠোঁটে লাগান।

২। পেস্ট লাগানোর পর ১০ মিনিট অপেক্ষা করুন। ১০ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।

এই প্যাক টি সপ্তাহে ৫ দিন ব্যবহার করুন এবং ২ সপ্তাহ ব্যবহারে দেখবেন আপনার ঠোঁটের বলিরেখা দুর হবে খুব সহজেই।