সৌন্দর্যচর্চাতে মধু এবং চায়ের ফেসপ্যাক | 20fours
logo
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮ ২২:২৭
সৌন্দর্যচর্চাতে মধু এবং চায়ের ফেসপ্যাক
সৌন্দর্যচর্চাতে মধু এবং চায়ের ফেসপ্যাক
রূপচর্চাতে মধুর ব্যবহার আদিকাল থেকে। তবে আজকে থাকছে এই মধুর সাথে চায়ের ব্যবহার।
Desk

সৌন্দর্যচর্চাতে মধু এবং চায়ের ফেসপ্যাক

আমরা সবাই চাই নিখুঁত ফর্সা উজ্জ্বল ত্বক। কিন্তু সবসময় তো আর পার্লারে যাওয়া হয়ে উঠে না কিংবা ব্যবহার করা হয় না কোন দামী পন্য। খুব সহজ কিছু নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে আপনিও পেতে পারেন পার্লারের মত নিখুঁত উজ্জ্বল ত্বক। আজকের লেখাতে তাই থাকছে আপনার সৌন্দর্য চর্চাতে মধু এবং চায়ের ফেস প্যাক। রূপচর্চাতে মধুর ব্যবহার আদিকাল থেকে তবে আজকে থাকছে এই মধুর সাথে চায়ের ব্যবহার। এই দুই মিলে তৈরি ফেস-প্যাকের কথা আসুন দেরি না করে জেনে নেই।

আসুন তাহলে জেনে নেই এবার সৌন্দর্যচর্চাতে মধু এবং চায়ের ফেস প্যাক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। ১/২ চামচ মধু
২। ১ কাপ ঠাণ্ডা চায়ের লিকার
৩। ২ চামচ চালের গুঁড়ো

 

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিন এবং একটি প্যাক তৈরি করে নিন।
২। এরপর মুখ পরিষ্কার করে নিন এবং এই প্যাকটি মুখে ভাল করে লাগান। শুকিয়ে গেলে মুখ ভাল করে ধুয়ে ফেলুন।

এটি ব্যবহারে ত্বকে সাথে সাথে একটি উজ্জ্বল ভাব চলে আসে। সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করুন এই প্যাক টি দেখবেন আপনার ত্বক কে করে তুলবে সুন্দর।