উজ্জলতা কে বাড়াতে আমরা কতকিছু করে থাকি। কখনো উজ্জলতা বাড়ানোর ক্রিম তো কখনো নানান রকম উপটানের ব্যবহার আর পার্লারের ফেসিইয়াল তো রয়েছেই। এত কিছুর পর যদি ফর্সা ত্বক পেয়েও যান তবে তা স্থায়ী হয়না। কেননা কেমিক্যাল ব্যবহারে আপনার ত্বকে সাময়িক উজ্জলতা এনে দিলেও তা দীর্ঘস্থায়ী হয়না। তাহলে উপায় কি এভাবেই ডার্ক থাকা? না আপনি চাইলে প্রাকৃতিক উপায়ে আপনার ত্বকের উজ্জলতা বাড়াতে পারেন। আজকের লেখাতে তাই আপনাদের জন্য থাকছে উজ্জ্বল ফর্সা ত্বক পেতে যবের গুঁড়ার প্যাক।
আসুন তাহলে এবার জেনে নেই উজ্জ্বল ফর্সা ত্বক পেতে যবের গুঁড়ার প্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। যবের গুঁড়া
২। বাদামি চিনি
৩। দুধ (পরিমানমত)।
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। ২ টেবিল চামচ যবের গুঁড়া এর সাথে ২ টেবিল চামচ বাদামি চিনি এবং তার সাথে দুধ পরিমানমত মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।
২। তারপর পরিষ্কার পানি দ্বারা আপনার মুখ টা ধুয়ে নিন এবং এবার আলতো করে পুরো মুখে পেস্ট টি লাগিয়ে নিন।
৩। ১৫ মিনিট রেখে দিন এই প্যাক টি। ১৫ মিনিট হয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।
এই প্যাক টি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন আপনি আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন সহজেই।