সুন্দর থাকতে আমরা সবসময় চাই আবার অনেকের কাছে সুন্দর মানে ফর্সা উজ্জ্বল ত্বক। আবার অনেকের কাছে ফ্রেশ থাকাটাই সৌন্দর্য। তবে যাই বলেন না কেনো উজ্জল ত্বক আমাদের সবারই কাম্য। ফর্সা ত্বক পেতে দামী নামী নাইট ক্রিম না ব্যবহার করে আপনি চাইলে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে আপনই পেতে পারেন উজ্জ্বল ত্বক। আর তাই আজকের লেখাতে থাকছে তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পুদিনা পাতা রস এর ব্যবহার। জেনে অবাক লাগছে? ভাবছেন কিভাবে পুদিনা পাতার রস আপনার উজ্জ্বল ত্বক এনে দিবে? চিন্তা নেই আজকে জানাবো আমরা সেই প্যাক তৈরি পদ্ধতি।
আসুন তাহলে এবার জেনে নেই তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পুদিনা পাতা রস এর ব্যবহারঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। পুদিনা পাতা রস এক টেবিল চামচ
২। এক টেবিল চামচ আঙুরের রস
৩। এক টেবিল চামচ লেবুর রস
৪। গোলাপজল
৫। বরফ
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে পুদিনা পাতার রসের সাথে আঙুরের রস এবং লেবুর রস সবগুলো উপকরণ একসাথ মিশিয়ে নিন এবং একটি পেস্ট তৈরি করে নিন।
২। এই মাস্কটি আপনার মুখে ও ঘাড়ে লাগান এবং ১৫মিনিট রেখে মাস্কটি তুলে ধুয়ে ফেলুন, এবার গোলাপজল আর ঠাণ্ডা বরফ পানি মুখে হালকা করে লাগিয়ে নিন।
নিয়মিত সপ্তাহে ৩ দিন এই মাস্কটি ব্যবহার করুন দেখবেন আপনার ত্বকের উজ্জলতা বাড়বে সহজেই। আপনার ত্বকের যত্নে সবসময় চেস্টা করবেন প্রাকৃতিক উপাদানকে কাজে লাগাতে কেননা প্রাকৃতিক উপাদান আপনার ত্বকের কোনো ক্ষতি করবেনা বরং ভালো করবে।