ঘরোয়া উপায়ে পেয়াজ কারিপাতার উকুননাশক তেল | 20fours
logo
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮ ২০:০৯
পেয়াজ কারিপাতার উকুননাশক তেল
ঘরোয়া উপায়ে পেয়াজ কারিপাতার উকুননাশক তেল
Desk

ঘরোয়া উপায়ে পেয়াজ কারিপাতার উকুননাশক তেল

চুলে উকুন হওয়া একটা বিরক্তকর সমস্যা। আসলে অপরিচ্ছন্নতাই উকুন হওয়ার প্রধাণ কারণ। তাছাড়া উকুন ছোঁয়াচে। একজনের মাথায় উকুন হলে তা পাশাপাশি অন্যের শরীরের ছড়িয়ে পড়তে পারে। অন্যের ব্যবহৃত চুলের ব্রাশ বা চিরুণি, তোয়ালে, টুপি ইত্যাদি ব্যবহারের কারণে উকুন ছড়াতে পারে। আবার চুল পরিষ্কার করা হলেও যদি ঠিকমতো শুকানো না হয় বা ভেজা চুল বেঁধে রাখার অভ্যাস থাকে তাহলেও উকুন হতে পারে। তাই আজকের লেখাতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে পেয়াজ কারিপাতার উকুননাশক তেল তৈরি পদ্ধতি।

কারি পাতা, এ গাছটি আমাদের অনেকের কাছেই অপরিচিত লাগতে পারে। এ গাছটির স্বাস্থ্য উপকারিতা অনেক। এছাড়াও এটি ভারতীয় রান্নাতেও ব্যাবহৃত হয়। ইদানীং আমাদের দেশের ভাল নার্সারীসমূহে এ গাছটি পাওয়া যাচ্ছে।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে পেয়াজ কারিপাতার উকুননাশক তেল তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। বড় পেঁয়াজ
২। কারি পাতা ১ বাটি
৩। নারকেল তেল ৫০০ গ্রাম

প্রস্তুত প্রনালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ১ টি বড় মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে নিন এবং কারিপাতাগুলি ভালো করে ধুয়ে ফেলুন|

২।  এবার একটি পাত্রে নারকেল তেল গরম করুন| তেল পুরোপুরি গরম হলে তাতে প্রথমে কারি পাতা ও পরে স্লাইস করা পেঁয়াজগুলি দিন|

৩। গ্যাসের আঁচ কম রেখে ৩০ মিনিট মতো ভাজুন| মাঝে মাঝে নাড়তে থাকুন যাতে কোনো উপাদান পুড়ে না যায়|

এই তেল আপনি সপ্তাহে ৩ দিন রাতে শোবার আগে মাথায় মালিশ করে সকালে শ্যাম্পু করে ফেলুন| দেখবেন আপনার উকুন সমস্যা আর থাকবে না আর মাথায় যদি বেশি উকুন থাকে তাহলে ৪ দিন ব্যবহার করুন।