সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন।আজকের নারীরাও বিভিন্ন ভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য বিকাশের উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে কত কত বিউটি পার্লার। এসব বিউটি পার্লারে সৌন্দর্যচর্চার জন্য রয়েছে বিভিন্ন প্রকারের ফেসিয়াল,থেরাপি, ট্রিটমেন্ট। হাজার হাজার টাকা ব্যয় করে আমরা এসব রূপচর্চা সেবা নিচ্ছি পার্লার গুলো থেকে। অথচ আমরা অবহেলা করে যাচ্ছি রূপচর্চার প্রকৃত উপাদানগুলোকে! খুব সহজে এবং অল্প খরচে, আমাদের রান্নাঘরেই পাওয়া সম্ভব এমন উপাদান গুলোর সাহায্যে আমরা তৈরি করতে পারি এমন কিছু রূপ সামগ্রী যা আমাদের দেবে কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক যা আমাদের সকলেরই কাম্য। উপটান এমনই একটি রূপসামগ্রী-যা আপনাকে দিতে পারে অসাধারণ সন্দর ত্বক, ঠিক যেমনটি আপনি সব সময় চেয়েছিলেন। আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য এমনি একটি প্রাকৃতিক উপাদানের তৈরি উপটান।
আসুন তাহলে এবার জেনে নেই সৌন্দর্য চর্চায় প্রাকৃতিক উপটান তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। টক দই
২। হলুদ গুড়া
৩। বেসন
৪। মসুর ডাল
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। ।সমপরিমান মসুর ডাল বাটা, টক দই আর বেসন এক সাথে মিশাতে হবে এবং এর সাথে নিতে হবে এক চিমটি হলুদ গুড়া।সব উপকরণ এখন ভালো করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করে নিন।
২। মুখের ত্বকে লাগানোর পর ১৫ মিনিট অপেক্ষা করুন এবং একদম শুকিয়ে গেলে হাত পানিতে ভিজিয়ে আলতো করে ম্যাসাজ করে তুলে ফেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন এবং সবসময় এভাবে ব্যবহার করলে দেখবেন আপনার ত্বকের পাশাপাশি এই প্যাকটি বডি ফেয়ারনেস বাড়াতেও সমানভাবে কাজ করবে। তাহলে আর পার্লারে না ঘরোয়া এই প্রাকৃতিক উপটান কে আপনার সৌন্দর্যে কাজে লাগান।