মুখের অবাঞ্ছিত চুল দূর করতে হোম মেইড ফেসিয়াল ওয়াক্স | 20fours
logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ০৯:১২
হোম মেইড ফেসিয়াল ওয়াক্স
মুখের অবাঞ্ছিত চুল দূর করতে হোম মেইড ফেসিয়াল ওয়াক্স
desk

মুখের অবাঞ্ছিত চুল দূর করতে হোম মেইড ফেসিয়াল ওয়াক্স

অন্যান্য অঙ্গের চাইতে মুখের লোম বেশি চোখে পড়ে। অনেকক্ষেত্রে হরমোনের প্রভাবে মেয়েদেরও মুখে বড় বড় লোম দেখা যায়, যা বেশ অস্বস্তিকর। থ্রেডিং, ওয়াক্সিংয়ের মাধ্যমে লোম তুললে অনেক সময় ত্বকের ক্ষতি হয়। ব্যথাও পেতে হয় বেশ। এছাড়া বাজারের ‘হেয়ার রিমুভাল ক্রিম’ অথবা ওয়াক্সিং উপাদানগুলো নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই আজকে আমরা জানবো মুখের অবাঞ্ছিত চুল দূর করতে হোম মেইড ফেসিয়াল ওয়াক্স তৈরি পদ্ধতি।

আসুন তাহলে এবার জেনে নেই মুখের অবাঞ্ছিত চুল দূর করতে হোম মেইড ফেসিয়াল ওয়াক্স তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। চিনি
২। মধু
৩।  লেবু

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। একটি সসপ্যান এ একটি লেবুর অর্ধেক অংশের রস বের করে নিন। এর মধ্যে একটি কাপের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ মধু দিন এবং তারপর এতে ১কাপ চিনি মিশান।

২। এইবার পাত্রটি চুলায় বসিয়ে তাপ দিন যতক্ষণ না চিনি সম্পূর্ণ ভাবে গলে যায় এবং সকল উপাদান ভালোভাবে মিশ্রিত হয়।তারপর মিশ্রণটি তৈরি হয়ে গেলে তাপ থেকে সরিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে।

৩। মিশ্রণটি আঠালো ও ঘন হবে, খুব বেশি ঠাণ্ডা বা খুব বেশি গরম যেন না হয়।এবার মিশ্রণটি একটি ছোট চামুচ দিয়ে মুখের যেখানের চুল অপসারণ করতে চান সেখানে লাগান।

৪। তারপর ১ টুকরো সূতির কাপড় ওয়াক্স এর উপরে চেপে লাগান এবং চুলের বিপরীত দিকে দ্রুত টান দিয়ে উঠিয়ে নিয়ে আসুন। চুল তোলার পর বেবি ওয়েল বা বরফ দিয়ে স্থানটি ম্যাসেজ করুন।


যদি আপনি বাসায় প্রথম বার এই ওয়াক্সিং করেন তাহলে আস্তে আস্তে শুরু করুন অর্থাৎ প্রথমে ছোট জায়গায় ওয়াক্সিং করুন। অভ্যস্ত হয়ে গেলে বেশি জায়গায় একবারে করতে পারবেন।