হরমোনাল কারণে, মেকআপ ঠিক মতো রিমুভ না করার কারণে, অতিরিক্ত তেল-চর্বি জাতীয় খাবার গ্রহণ আর ঘুম কম হওয়ার কারণে, মাথায় খুশকির সমস্যা থাকলে ত্বকে ব্রণের আবির্ভাব ঘটে। ব্রণ কিন্তু একদিনে দূর হয় না। ধৈর্য্য ধরে প্রাকৃতিকভাবে ব্রণ সারানোর চেষ্টা করাটাই ভালো হবে।কেননা প্রাকৃতিক উপায়ে ব্রণ দূর করলে এতে করে আলাদা ইনফেকশনের ভয় কম থাকে আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য প্রাকৃতিক উপায়ে দূর হবে ব্রণ করার পদ্ধতি।
আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে দূর হবে ব্রণ দূর করার সেই পদ্ধতিঃ
তৈরি করতে যা যা লাগবেঃ
১। মধু
২। দারুচিনির গুঁড়ো
৩। রসুনের রস
প্রস্তুত প্রনালী ও ব্যবহার পদ্ধতিঃ
১। ৩ চা চামচ খাঁটি মধু, ১ টেবিল চামচ রসুনের রস আর ১ চা চামচ দারুচিনির গুঁড়ো একটি পাত্রে নিয়ে ভালো করে মিক্স করে যে যে স্থানে একনে/ব্রণ হয়েছে সেসব স্থানে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন।
২। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এভাবে প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এই প্যাক নিয়মিত ব্যবহার করুন। দেখবেন আপনার ব্রণ সমস্যা আর থাকবে না।