ঘন লম্বা চুল পেতে কারি পাতার প্যাক | 20fours
logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ০৯:৪৬
ঘন লম্বা চুল
ঘন লম্বা চুল পেতে কারি পাতার প্যাক
লম্বা ঘন চুল দেখতে যেমন বেশ দেখায় তেমন নানান রকম স্টাইলও করা যায় এই চুল দিয়ে।
desk

ঘন লম্বা চুল পেতে কারি পাতার প্যাক

নারী সৌন্দর্যের অন্যতম অংশ হল চুল। আর এই চুল নিয়ে সমস্যার অন্ত নেই। লম্বা ঘন চুল দেখতে যেমন বেশ দেখায় তেমন নানান রকম স্টাইলও করা যায় এই চুল দিয়ে। পাতলা চুল ছেড়ে দেয়া ছাড়া অন্য কোনো সাজ তেমন করা যায় না। এই লম্বা ও ঘন চুল পেতে আজকের লেখাতে আপনাদের জন্য তাই থাকছে কারি পাতার প্যাক।

আসুন তাহলে এবার জেনে নেই ঘন লম্বা চুল পেতে কারি পাতার প্যাকটি তৈরি পদ্ধতি:

তৈরিতে যা যা লাগবেঃ
১। কারিপাতা
২। নারকেল তেল

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১।  প্রথমে ৫টি কারিপাতা গুঁড়ো করে একটি পাত্রে নিন এবং তারপরে এরসাথে নারকেল তেল মিশিয়ে চুলায় গরম করতে দিন।

২। ঠিকমতো জ্বাল হয়ে এলে এটি নামিয়ে ফেলুন। কুসুম গরম অবস্থায় চুলে কয়েক মিনিট ম্যাসাজ করে লাগান।১৫-২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন।

চুল রাতারাতি লম্বা হওয়া সম্ভব নয় তাই নিয়ম করে বেশ কিছু দিন ব্যবহার করুন এই পদ্ধতি। দেখবেন আপনার চুল হবে ঘন লম্বা এবং সুন্দর।