কামিনী | 20fours
logo
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ২৩:৫৪
কামিনী
কামিনী
Desk

কামিনী

কামিনী (Orange jessamine) ছোট আকৃতির চিরসবুজ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Murraya paniculata। এটি Rutaceae পরিবারের অন্তভূক্ত। ৮-১০ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছটি ছেটে রাখলে অতি সুন্দর লাগে। পাতা ছোট,লম্বা ও প্রায় ডিম্বাকৃতির, গাঢ় সবুজ। ফুল চমৎকার সুগন্ধযুক্ত,বহিবার্স পাঁচটি, পাপড়ি মাথার দিকে বিস্তৃতকামিনি গাছের সাদা ছোট ফুলগুলি গাছের কাণ্ডের পাতার নিকটে অনেকটা গুচ্ছাকারে জন্মে। আবার কিছু কিছু ফুল একাকি অবস্থান করে। রাতের বেলায় এই ফুলের মৃদু সুরভি যেন মনকে এক প্রশান্তি দেয়।  ফল গোলাকার ও রক্তিম। কামিনী ঘনিষ্ঠভাবে লেবুবর্গের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কামকুআট সাদৃশ লাল-কমলা আকারে ছোট ফল বহন করে তবে কিছু প্রজাতি ফল উৎপাদন করে না। কামিনী ফুল গ্রীষ্ম ও বর্ষায় ফুটতে দেখা যায়। এই ফুল গাছ বাংলাদেশ সহ এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগ, মালয়েশিয়া ও চীনে এই গাছ জন্মে। এই গাছের পাতা,মূল ও ছাল ঔষধ হিসেবে  ব্যবহার করা হয়ে থাকে।


উপকারিতা:

১। আমাশয় হলে কামিনী গাছের মূল ছাল পানিতে সিদ্ধ করে নামিয়ে ছেঁকে সেই পানি সেবন করলে আমাশয় কমে যাবে।

২। কাটা -ছেঁড়ায় -কামিনী পাতার গুঁড়ো টিপে দিয়ে বেঁধে রাখলে ব্যথা হয়না। আবার রক্ত পড়া বন্ধ হয়।

৩। সর্দিতে-কামিনী পাতার মিহি গুঁড়ো নস্যি নিলে হাঁচি হয়ে সর্দি বেরিয়ে যাবে।

৪। পরিশ্রম জনিত ব্যথায়-কামিনী গাছের পাতা বাঁটা দিয়ে মিনারেল তেল জ্বাল করে সেই তেল ব্যথায় জায়গায় মালিশ করলে ব্যথা সেরে যাবে।

৫। জ্বর হলে কামিনী গাছের পাতার রস জ্বল দিয়ে হালকা গরম অবস্থায় সেবন করলে জ্বর দ্রুত ভালো হয়।