গাছ চিনুনঃ অনন্তমূল | 20fours
logo
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ১৪:৫৭
অনন্তমূল
গাছ চিনুনঃ অনন্তমূল
desk

গাছ চিনুনঃ অনন্তমূল

অনন্তমূল ইংরেজি নাম Indian Sarsaparilla।

অনন্তমূল বৈজ্ঞানিক নাম Hemidesmus indicus।

জগৎ উদ্ভিদ,

শ্রেণীবিহীন সপুষ্পক উদ্ভিদ, Eudicots, Asterids,

বর্গ Gentianales,

পরিবার Apocynaceae,

উপপরিবার Asclepiadoideae,

গণ Hemidesmus,

প্রজাতি H. indicus,

দ্বিপদী নামHemidesmus indicus কার্ল লিনিয়াস R.Br.,

প্রতিশব্দ Periploca indica,

অনন্তমূল এটি একটি লতানো উদ্ভিদ। কোন কিছুর উপর ভর করে কিংবা অন্য গাছকে অবলম্বন করে পেচিয়ে থাকে। মূল অনেক লম্বা হয় এবং মাটির অনেক গভীরে প্রবেশ করে বলে এর নাম হয়েছে অনন্তমূল। এর আশ্বিন হতে পৌষ মাসে ফল ধরে। বীজ থেকে চারা তৈরি করে লাগানো যায়। তবে সচরাচর অঙ্গজ অংশের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়। বর্ষা মৌসুমের পূর্বে বীজ বপন করতে হয়। এর পাতা দেখতে সংলাল, সরু ও লম্বা, দেখতে কালচে সবুজ। পাতার মাঝখানে শিরা বরাবর সাদা দাগ থাকে। পাতা ও লতার যেকোন অংশ ছিড়লেই সাদা রঙের কষ বের হয়। এটি নানা রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের শাল বনে এটি বেশী পাওয়া যায়।