দাঁত ব্যথায় অনেকেই কম বেশী ভোগেন।দাঁত ব্যথার বিভিন্ন কারণের মধ্যে দাঁতের ক্ষয়, আক্কেল দাঁতের সমস্যা, মাঢ়িতে ইনফেকশন, পুঁজ হওয়া, আঘাতের কারণে দাঁতে ফাটল, ক্যারিজ ইত্যাদি অন্যতম। অনেকেই মনে করেন দাঁতে যন্ত্রণা হলে ব্যথানাশক ওষুধ খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু সময়ের জন্য ব্যথাটা কমে, পরে বেড়ে যায়। অনেকে আলসেমি করে কিংবা ভয়ে দাঁতের ডাক্তারের কাছে যেতে চান না। এই অবহেলার ফল হয় ভয়াবহ। দাঁতে ব্যাথা হলে দেরি না করে ডেনটিস্টের পরামর্শ নিন। তার আগে দাঁতের ব্যাথাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ ব্যবহার করে দেখতে পারেন।
আমরা প্রায় প্রত্যেকেই পেঁয়াজের সালাদ খেতে পছন্দ করি। তবে সেটা নেহাতই ভালোবেসে খাই। পেঁয়াজ খেলে কী কী উপকার হয়, তা জানার চেষ্টা করি না। খুব কম লোকই পেঁয়াজের ম্যাজিক সম্পর্কে অবগত। আজকের লেখাতে থাকছে দাঁতের ব্যাথার প্রতিষেধক হিসেবে পেঁয়াজ এর ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁতের ব্যাথার প্রতিষেধক হিসেবে পেঁয়াজ এর ব্যবহারঃ
উপকরণঃ
১টি পেঁয়াজ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
প্রথমে পেঁয়াজ টুকরো করে নিন। পেঁয়াজের ওই টুকরোটি রেখে দিন যেখানে ব্যাথা করছে সেখানে ১০ মিনিট রেখে দিন। বাজার চলতি ওষুধের থেকেও অনেক কম সময়ে ব্যথার উপশম করে দেবে। শরীরে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। কেননা পেঁয়াজের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। মুখের ভেতরে পেঁয়াজের রস নিঃসৃত হয়ে ব্যথার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর তাই ব্যথা সেরে যায়।