শীতে পায়ের যত্নে তেলের ম্যাসাজ | 20fours
logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:৪৯
পায়ের যত্নে তেলের ম্যাসাজ
শীতে পায়ের যত্নে তেলের ম্যাসাজ
desk

শীতে পায়ের যত্নে তেলের ম্যাসাজ

শীত আসি আসি করছে। ঋতু পরিবর্তনের সময়টাতে নিজের ত্বকের যত্নের দিকেও একটু সময় বেশি দিতে হবে। কারণ শীতে ত্বক শুষ্ক হয়ে ওঠে। এসময় অনেকেরই পা, পায়ের গোড়ালি ফাঁটে। যত্ন না নিলে এটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই প্রয়োজন যত্নের আর আজকের লেখাতে তাই থাকছে আপনাদের সাথে শীতে পায়ের যত্নে তেলের ম্যাসাজ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক শীতে পায়ের যত্নে তেলের ম্যাসাজঃ

উপকরণঃ
(১) ক্যাস্টর অয়েল
(২) আমন্ড অয়েল
(৩) অলিভ অয়েল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) পরিমানমত ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মাসাজ করে নিন।

(২) এরপর হাল্কা আঁচে মোম গরম করে ব্রাশ ডুবিয়ে ফাটা অংশে লাগিয়ে রাখুন।

(৩) ঠান্ডা হলে সুতির মোজা পরে নিন। পরদিন সকালে গোড়ালি পরিষ্কার করে নিন।

এভাবে নিয়মিত করুন তেলের ম্যাসাজ দেখেবেন আপনার পা থাকবে শীতকালেও ভালো তাহলে আর দেরি কেনো এই শীতে পা রাখুন সুন্দর।