সিস্ট দূর করতে চমৎকারভাবে কাজ করে হলুদ | 20fours
logo
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১১:২৯
সিস্ট দূর করতে হলুদ
সিস্ট দূর করতে চমৎকারভাবে কাজ করে হলুদ
desk

সিস্ট দূর করতে চমৎকারভাবে কাজ করে হলুদ

শরীরের যে কোন স্থানে সিস্ট হতে পারে। সিস্ট ত্বকের নীচে মসৃণ, গোলাকার এবং শক্ত গঠনের হয়। সিস্ট সাধারণত হয়ে থাকে ইনফেকশনের জন্য, সিবাসিয়াস গ্ল্যান্ড ব্লক হয়ে গেলে, বাহ্যিক কোন উপাদান প্রবেশ করলে এবং টক্সিনের কারণে। শরীরের টিস্যুর ভেতরে হয় সিস্ট এবং এর মধ্যে তরল বা আধা তরল পদার্থ থাকে। কখনো কখনো এরা ব্যথামুক্ত হয় এবং খুব ধীরে বৃদ্ধি পায়। কিন্তু এই সিস্ট যদি সংক্রমিত হয় তাহলে সিস্টে ব্যথা, চুলকানি বা জ্বলুনি হতে পারে। কখনো কখনো সিস্ট ফেটেও যেতে পারে। এই সমস্যা সমাধানে আজকে জানবো ঘরোয়া সমাধান। আর তা হলো হলুদের ব্যবহার। হলুদ কে সৌন্দর্য চর্চাতে বহুকাল থেকেই ব্যবহার করা হয়। এর রয়েছে ঔষুধি গুনাগুনও।

চলুন আজকে জেনে নেই সিস্ট দূর করতে হলুদের ব্যবহারঃ

উপকরণঃ

(১) হলুদ

(২) দুধ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

১ কাপ উষ্ণ দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে পান করুন। এটি রক্তকে বিশুদ্ধ করে এবং পরিপাকের উন্নতি ঘটায়।

ভালো ফল পাওয়ার জন্য ১০ দিন হলুদ মেশানো দুধ পান করুন।দেখবেন আপনার সিস্ট দূর হয়ে গেছে ত্বক থেকে। তবে অনেক সময় এই সমস্যা আভ্যন্তরীণ অঙ্গ যেমন- কিডনি, লিভার এবং অগ্নাশয়ে হয় তাহলে তা ছোট হয় এবং কোন লক্ষণ প্রকাশ করেনা বলে বোঝাও যায় না। তাই শরীর ভালো না লাগলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।