
এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম মশা। আকারে অতি ক্ষুদ্র হলেও রাতের ঘুম হারাম করতে পারে এই পতঙ্গটি। শুধু কি তাই, দিনের বেলায়ও এখন এর যন্ত্রণা থেকে রক্ষা নেই। এতটুকু হলেও দুশ্চিন্তা মুক্ত থাকা যেত। কিন্তু বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগজীবাণু সংক্রামণ করে। যা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে।অন্য সময়ের চেয়ে গরমকালে মশার উৎপাত একটু বেশিই। যন্ত্রণা থেকে বাঁচতে মানুষ নানা পদ্ধতির আশ্রয় নেয়। কেউ মশারি টানায়, আবার কেউ হয়তো কয়েল, স্প্রে কিংবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে। কয়েল, স্প্রে বা অন্য রাসায়নিক পদার্থের সাহায্যে মশা হয়তো তাড়ানো যায়, তবে এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। নিয়ে আসতে পারে নানা অসুস্থতা। তাই আজকের লেখাতে থাকছে মশা তাড়াতে ব্যবহার করতে পারেন লেবু ও লবঙ্গ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক মশা তাড়াতে লেবু ও লবঙ্গ এর ব্যবহার পদ্ধতিঃ
উপকরণঃ
(১) লেবু
(২) লবঙ্গ
ব্যবহার পদ্ধতিঃ
যেখানে মশার উৎপাত বেশি, যেমন দরজার আড়াল, খাটের নিচ, জানালার পাশ; সেখানে লেবু টুকরা করে তার মধ্যে কয়েকটি লবঙ্গ রেখে দিন। এতে করে লবঙ্গের ঝাঁজে দূর হবে ঘরের মশা।
তাহলে আর মশার উপদ্রব নয় আজই মশার কামড় হতে রক্ষা পেতে ব্যবহার করুন এই সহজ পদ্ধতিটা।