ঝলমলে স্বাস্থ্যোজ্বল চুল সবার কাম্য। আর এই সুন্দর, স্বাস্থ্যজ্বল চুল একরাতের মধ্যে পাওয়া সম্ভব নয়। তার জন্য প্রয়োজন দীর্ঘ সময়ের চুল পরিচর্যা। অযত্নের কারণে চুল দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। তাই সুন্দর লম্বা চুল চাইলে প্রয়োজন বাড়তি যত্ন।চুলে সঠিক যত্ন এবং পুষ্টির অভাবে চুল দুর্বল হয়ে পড়ে। তাই বাহ্যিক যত্নের পাশাপাশি পুষ্টিকর খাবারও প্রয়োজন। তাই আজকের লেখাতে থাকছে ফল দিয়ে কেশচর্চা।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ফল দিয়ে কেশচর্চা পদ্ধতি সম্পর্কে।
উপকরণঃ
(১) তাজা লেবু
(২) আপেলের রস
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
প্রথমে চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে নিন এবং তারপর দুই টেবিল-চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল-চামচ আপেলের রস মিশিয়ে চুল ভিজিয়ে নিন।কিছুক্ষণ অপেক্ষা করে চুল ধুয়ে ফেললেই পার্থক্য চোখে পড়বে।
তাজা লেবু ও আপেলের রস দিয়ে ধুল চুল ঝলমলে রাখতে সাহায্য করে। তাহলে আর দেরি কেনো আপনার চুলের যত্নে সহজ এই ফলের প্যাকটি ব্যবহার করে নিন এবং সুন্দর ঝলমলে চুল পান সহজেই।