রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে কুমড়ো সেদ্ধ | 20fours
logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮ ০০:১১
রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে কুমড়ো সেদ্ধ
রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে কুমড়ো সেদ্ধ
Desk

রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে কুমড়ো সেদ্ধ

চুলের একটি প্রধান সমস্যা হল চুল শুষ্ক ও অমসৃণ হয়ে যাওয়া। আপনার চুল যদি সবসময়ই শুষ্ক ও রুক্ষ হয়ে থাকে তাহলে নতুন কোন হেয়ার স্টাইল করাও বেশ কঠিন হয়ে যায়। তাছাড়া রুক্ষ ও শুষ্ক চুল দেখতে নিস্তেজ ও প্রাণহীন দেখায়। রিবন্ডিং বা স্ট্রেইটেনিং এর মত হেয়ার ট্রিটমেন্ট করলে বা নিয়মিত চুল আয়রন করলে চুল শুষ্ক ও মোটা হয়ে যায়। তাছাড়া আপনি যদি নিয়মিত সুইমিং পুলে সাঁতার কাটেন তাহলে আপনার চুল ক্ষতিগ্রস্থ হতে পারে ক্লোরিনের কারণে। আজকের লেখাতে থাকছে তাই আপনাদের জন্য রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে কুমড়ো সেদ্ধর একটি প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে কুমড়ো সেদ্ধর একটি প্যাকঃ

উপকরণঃ
(১) কুমড়ো সেদ্ধ পরিমানমত
(২)  নারকেল তেল
(৩) মধু
(৪) দই

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
শ্যাম্পু করার পর কুমড়ো সেদ্ধর সঙ্গে এক চামচ নারকেল তেল, এক চামচ মধু আর এক টেবিলচামচ দই মিশিয়ে চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ব্যস এভাবে ব্যবহার করুন কিছুদিন দেখবেন আপনার চুলে প্রান ফিরে আসবে এছাড়া রুক্ষ, অমসৃণ চুলের হাল ফেরাতে অয়েল মাসাজও কার্যকর।