প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতায় ব্লিচ | 20fours
logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৮ ১৫:৩৮
প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতায় ব্লিচ
প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতায় ব্লিচ
Desk

প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতায় ব্লিচ

আয়নায় যতবার নিজের চেহারা দেখেন ততবার হতাশাবোধ করেন? ভাবেন কেন আপনার ত্বক আর একটু উজ্জ্বল নয়? শুরু করেন কসমেটিকস কেনা। তবে মার্কেটের প্রোডাক্টের দাম যেমন বেশি তেমন আমাদের ত্বকে এগুলোর খারাপ প্রভাবও কম নয়। যারা চান তাদের ত্বক স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে একটু লাইটেন বা উজ্জ্বল তাদের জন্যই আজ আমাদের লেখাতে থাকছে প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতায় ব্লিচ পদ্ধতি। ব্লিচ হল যা আপনার মুখের লোমের রঙ পরিবর্তন করে আপনার মুখটিকে আরও ফর্সা উজ্জ্বল করে তোলে। ব্লিচ দ্বারা অল্প সময়ের মধ্যেই চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়।

আসুন তাহলে এখন জেনে নেই প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতায় ব্লিচ পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। লেবুর রস
২। দুধ
৩।  হলুদ গুঁড়ো/ বাটা
৪। মধু

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে  ১ টেবিল চামচ দুধ ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন এবং এরপর তাজা ১ টেবিল চামচ লেবুর রস ভালো করে মেশান।

২। তারপর সামান্য হলুদ বাটা/ গুঁড়ো দিয়ে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিন । কিছুটা পেস্টের মতো মিশ্রন তৈরি হবে।

৩। এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল গোল করে পুরো মুখে ম্যাসেজ করে লাগিয়ে নিন।মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। ৬/৭ ঘণ্টা কোনো প্রসাধনী ব্যবহার করবেন না ত্বকে।

এভাবে প্রতি মাসে একবার এই প্যাক টি ব্যবহার করুন দেখবেন আপনাকে আর পার্লারে গিয়ে ব্লিচ করতে হবে না ঘরেই করে  নিতে পারবেন ব্লিচ তব খেয়াল রাখবেন লেবুতে অ্যালার্জি হয় ত্বকে যাদের তারা এই পদ্ধতিটি ব্যবহার করবেন না। দিনের বেলা ব্লিচ করে সরাসরি সূর্যের আলোতে বেরুবেন না, প্রয়োজনে রাতে ব্লিচ করুন।