জবাপাতা খুশকির অব্যর্থ ওষুধ | 20fours
logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮ ১১:৩৪
জবাপাতা খুশকির অব্যর্থ ওষুধ
জবাপাতা খুশকির অব্যর্থ ওষুধ
20fours Desk

জবাপাতা খুশকির অব্যর্থ ওষুধ

খুশকির সমস্যায় নারী-পুরুষে ভেদ নেই। খুশকি নিয়ে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী কিংবা যুবক-যুবতী—সবাইকে দেখা যায় উশখুশ করতে। চুলের খুশকি নিয়ন্ত্রণে রাখাটা অনেকের কাছেই যেন অসাধ্য! কিন্তু নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই বেয়াড়া খুশকির লাগাম টেনে ধরতে পারেন আপনি। চুলের যত্নে জবা ফুলের রয়েছে অনেক গুন। তেমনি এই জবা ফুল আপনার খুশকি সমস্যার সমাধানে ব্যাপক কার্যকর।

চলুন তাহলে জেনে নেওয়া যাক জবাপাতা প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) জবা পাতা পরিমাণমত
(২)  মেথি পরিমাণমত
(৩) টক দই

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে পরিমাণমত মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো মেথি আর জবাপাতা একসঙ্গে বেটে নিন। এই মিশ্রণে মেশান টক দই।

(২) এবার পুরো মাথা আর চুলে ভালো করে মেখে আধঘণ্টা রাখুন। কোমল সালফেট বিহীন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জবাপাতা চুলের শুষ্কতা কমাতেও কার্যকর। মেথির গুণের সঙ্গে জবাপাতার গুণ মিশলে খুশকি তো যাবেই, চুলও হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল।